মেয়েদের স্কুলে বিষপ্রয়োগ, মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট

ডেস্ক নিউজঃ

ইরানে বর্তমানে আলোচিত ইস্যু মেয়েদের স্কুলে বিষপ্রয়োগ। এরই মধ্যে দেশটিতে শত শত শিক্ষর্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ বিষয়ে এবার মুখ খুলেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, বিষপ্রয়োগের ঘটনায় তেহরানের শত্রুরা জড়িত।

গত নভেম্বর থেকে ইরানের স্কুলগুলোতে বিষপ্রয়োগজনিত হামলা শুরু হয়। এখন পর্যন্ত চারটি শহরের ৩০টির বেশি স্কুলে এই হামলা চালানো হয়েছে। ফলে অনেক অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছে।

কয়েকদিন আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রী জানান, বিষপ্রয়োগের ঘটনায় বিভিন্ন স্কুলের শত শত মেয়রা আক্রান্ত হয়েছে। তাছাড় কিছু মন্ত্রীরাও হামলারও লক্ষ্য বস্তুতে পরিণত হতে পারে। নারী শিক্ষারবিরোধী গোষ্ঠীগুলোই এর সঙ্গে জড়িত।

আজ (৩ মার্চ) শুক্রবার  ইরানের দক্ষিণাঞ্চলে দেওয়া এক বক্তৃতায় রাইসি বলেন, বিষপ্রয়োগের সঙ্গে জড়িতরা ইরানের শত্রু।তিনি বলেন, দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি ও অভিভাবক-শিক্ষার্থীদের মধ্যে ভয়-ভীতি তৈরি করতে এই কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।

এদিকে একজন সিনিয়র ইরানি কর্মকর্তা বলেছেন, তেহরানের শহরতলিতে একটি স্কুলের পাশে একটি জ্বালানি ট্যাঙ্কার পাওয়া গেছে। আরও দুটি শহরে একই ধরনের ট্যাঙ্কার শনাক্ত হয়েছে। এগুলো সম্ভাবত বিষপ্রয়োগের সঙ্গে জড়িত।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!