চট্টগ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের হামলার শিকার সাংবাদিক

চট্টগ্রাম সী বিচ পতেঙ্গা এলাকায় সমুদ্র সৈকতে শিশুর লাশ ভেসে আসার খবর পেয়ে তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে যান দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার চট্টগ্রাম বিভাগের ক্রাইম রিপোর্টার সাইদুর রহমান সাকিব। সেখানে তথ্য সংগ্রহ করতে গেলে তাকে বাদা দেয় পতেঙ্গা থানা পুলিশ। তখন তিনি তার পরিচয় দিলেও তাকে মারধর করে পতেঙ্গা থানা পুলিশ। তারপর পতেঙ্গা থানার এক জন পিএসআই ও এস আই আকাশ দৌড়ে এসে সাইদুর রহমান সাকিবের উপর হামলা চালা এবং কিল ঘুষি মেরে চলে যায়।

 

এই ঘটনার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। চট্টগ্রাম সাংবাদিক পাড়ায় উঠে তুমুলঝড়।

 

কেন পতেঙ্গা থানা পুলিশের এই আচরণ। জানতে চাইলে ভুক্তভোগী সাংবাদিক সাইদুর রহমান সাকিব জানান ” আমি পতেঙ্গা সীবিচে একটি লাশ ভেসে আসার খবর পাই। খবর সঠিক কিনা তা দেখতে আমি ঘটনাস্থলে গিয়ে পৌছাই। সেখানে গিয়ে দেখতে পাই পতেঙ্গা থানা পুলিশ ঘটনার সত্যতা যাচাই করছে। আমি আমার নিউজের জন্য ছবি তুলতে গেলে একজন পিএসআই বলে এই তুই কে ছবি তুলছিচ কেন” এই বলে আমাকে ধাক্কা দেই। পরে আমি সেখানে উপস্থিত থাকা পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির কাছে গেলে তিনি বলেন” ধাক্কা দিছে তো কি হইছ “। তারপরে আমাকে তারা কিল ঘুসি মারতে থাকে।

 

ভুক্তভোগী আরও বলেন আমি কিছু দিন আগে পতেঙ্গা থানার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করি। সেই প্রকাশিত সংবাদে জের ধরে তারা আমাকে মারধর করছে।

 

 

এই বিষয়ে চট্টগ্রামের বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারই সাথে আগামীকাল সারাদেশে মানববন্ধনের ডাক দেন সাংবাদিক নেতারা।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!