রবিউল হক, কুয়েত প্রতিনিধি
কুয়েতে প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রবাসী ফেডারেশন কাপ লীগ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ চ্যাম্পিয়ন হয়েছে খেলায় ইয়াংস্টার ক্লাব। ফাইনালে যমুনা স্পোর্টিং ক্লাব কে ৩-১ গোলে ইয়াংস্টার ক্লাব পরাজিত করে এই গৌরব অর্জন করে।
ফুটবল ফেডারেশন কুয়েত এর সভাপতি জাহিদুর রহমান জাহেদ এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী ও ফেরদৌস খান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
গত ২৬শে মে (শুক্রবার ) বিকাল ৪টায়, মুশরেফ (কুয়েত) মিনি ফুটবল গ্রাউন্ডে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে ইয়াংস্টার ক্লাব এক গোল করে এগিয়ে থাকে দ্বিতীয় অর্ধের খেলাতে যমুনা স্পোর্টিং ক্লাব এক গোল করে খেলার সমতায় ফিরিয়ে আনে ট্রাইবেকারে ৩-১ গোলে রুদ্ধশ্বাস ম্যাচে যমুনা স্পোর্টিং ক্লাব হারিয়ে কাপ জিতে ইয়াংস্টার ক্লাব। গোলরক্ষক তসলিম উদ্দীন সেরা গোলরক্ষক ও একই দলের সেরা খেলোয়াড় আলাউদ্দিন ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়। সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয় দুজন বিল্লাল হোসেন ও সাগর।
মরুর বুকে এক টুকরো বাংলাদেশ কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসীরা খেলা দেখতে ছুটে আসেন।
এই টুর্নামেন্টকে ঘিরে কুয়েত প্রবাসীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আয়োজক ও কলাকুশলীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজন বিনোদনের পাশাপাশি আমাদের প্রবাসীদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সহযোগী ভূমিকা পালন করবে।
বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে, বিশেষ অতিথি, মিডিয়া কর্মীদের, ক্লাবের পরিচালকদের সম্মাননা দেয়া হয়।
বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য কমিটির সদস্যদের সম্মাননা স্বরূপ ক্রেস তুলে দেওয়া হয়। খেলা সুন্দরভাবে পরিচালনা করার জন্য খেলা পরিচালকদের পুরস্কার দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখা সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ,বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন উপদেষ্টা আলামিন চৌধুরী স্বপন, আকতারুজ্জামান শামস, হান্নান মজুমদার, ইকবাল হোসেন, নাসির হাওলাদার, এবং বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত সিনিয়র সহ সভাপতি আব্দুস সালামসহ আরও অনেকেই।
এতে আরও উপস্থিত ছিলেন সেকেন্দার মোল্লা, লিয়াকত হোসেন, আজাদ হোসেন, রিপন হোসেন, সহিদ মোল্লা, আমিনুল ইসলাম, আনছার আলী, আফছার উদ্দিন আপেল, আহাম্মেদ আলী, গিয়াস উদ্দিন, আব্দুল আলিম, মোবারক খান, আরিফুল ইসলাম রাসেল, মাসুদ দেওয়ান, নূরজামান বাবু, শামছুদ্দিন, কামাল হোসেন, আশরাফ, বিল্লাল হোসেন, হাফি খান, এসএম ইসলাম, সেকেন্দার আলী, নজরুল ইসলাম, শেখ গিয়াস উদ্দিন, আব্দুর রহমান টুলু, মেহেদী রুবেল।