শিরোনাম:
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের উপস্থিতিতে চট্টগ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত মহান লাইলাতুল কদর মোবারক উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত মাঝিরঘাট এলাকায় ইয়াসিন ও কালুর নেতৃত্বে চলছে জুয়ার আসর, ক্ষতির মুখে এলাকার মানুষ বিএমইউজে চট্টগ্রাম জেলার উদ্দেগ্যে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন দ্বীন খেলাফত রক্ষায় মহামহিম মাওলায়ে আলা প্রাণপ্রিয় মাওলা আলী রাদিআল্লাহু আনহুর মহান শাহাদাত দিবস অনুষ্ঠিত শহীদ আছিয়াসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ যুবদল নেতা বেলাল হত্যা মামলার এজাহারনামীয় আসামী খুরশিদ আলম’কে গ্রেফতার করেছে র‍্যাব-৭ যুবদল নেতা বেলাল হত্যা মামলার প্রধান আসামী শামসুদ্দিন’কে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম রমজানের ঈমানী ধারা ও জরুরী আহবান- সৈয়দ আল্লামা ইমাম হায়াত গাইবান্ধায় টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছে গিদারী দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন এসএসসি ব্যাচ

সর্বশেষ

জাতীয়

আন্তর্জাতিক

সারাদেশ

রাজনীতি

রোজা ঈমানদারদের জন্য আত্মিক উন্নয়ন ও সাফল্য লাভ এবং বিপর্যয় থেকে রক্ষায় এক অপরিহার্য্য দ্বীনী স্তম্ভ ও জীবনের অবিচ্ছিন্ন অংশ যার মূলে রয়েছে দয়াময় আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেমের অভিযাত্রা ও নৈকট্য সাধনা এবং যার শর্ত হলো আত্মার ঈমানী শুদ্ধতা।

অপশক্তির গ্রাস থেকে আত্মার প্রাণপ্রবাহ তথা সত্যের প্রবাহধারা ও দ্বীন রক্ষায় এবং পবিত্র কলেমা দ্বীনের দিকদর্শনে জীবনের সার্বভৌমত্বের ভিত্তিতে সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও মানবিক সাম্যের ভিত্তিতে সর্বজনীন মানবাধিকারের রূপরেখায় মুক্ত মানবতার অখন্ড প্রাকৃতিক বিশ্বব্যবস্থার রক্ষায় মহান সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুমকে রমজানুল মোবারকেই মহান জিহাদে বদরে অবতীর্ণ হতে হয়েছিল ।

 

প্রাণপিয় আহলে বায়েত ও মহামান্য খোলাফায়ে রাশেদীন ও মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুম ই সত্যের মাপকাঠি এবং দ্বীনের প্রকৃত রূপরেখা, তাঁদের পথই আহলে সুন্নাত, তাঁদের আদর্শ পূর্ণাংগ, তাঁরা আমাদের মহান মাতাগণ ও পিতৃগণ একই সাথে দ্বীন ও জীবনের আত্মিক এবং রাজনৈতিক সব দিকে মাতাপিতা সবাই পূর্ণাংগভাবে কাজ করেছেন এবং দয়াময় আল্লাহতাআলা ও প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের তাঁদের উপর সর্বোচ্চ সন্তোষ্টি ঘোষনা করেছেন, যার উর্ধ্বে আর কোন মর্যাদা ও উচ্চতা নেই ।

 

মহান সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুম তথা দ্বীনের প্রকৃত ধারা উৎখাত করে যারা মা-বোনদের অতি পর্দার নামে ইসলামের দায়িত্ব তথা ঈমানের পবিত্র কলেমারই অস্বীকার এবং শিক্ষা ও জীবনের বিকাশ থেকে বঞ্চিত করে দ্বীনকে বিকৃত এবং মিল্লাতকে পংগু করতে চাইছেন ও দ্বীন-মিল্লাতকে ভুয়া আধ্যাত্মিকতার নামে অরাজনৈতিক গন্ডীতে আবদ্ধ করতে চাইছেন, তারা প্রাণপ্রিয় মহামহিম আহলে বায়েত মহান মকবুল সাহাবায়ে কেরামের পথ থেকে বিচ্যুত ও ঈমান দ্বীনের ধ্বংসাত্মক শত্রু

এবং সব বাতেলের প্রতিষ্ঠার দোসর, যাদের কারণে আমাদের আজকের চরম ধ্বংসাত্মক অবস্থা তৈরি হয়েছে এবং জীবন ও জগতের সব কিছু অপশক্তির গ্রাসে চলে গেছে ।

রমজানের ঈমানী ধারা ও জরুরী আহবান- সৈয়দ আল্লামা ইমাম হায়াত

অর্থনীতি

সোশ্যাল মিডিয়া

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দৈনিক সক্রিয় ব্যবহারকারীর (ডিএইউ) সংখ্যা কমেছে।

ফেসবুকের মূল কোম্পানি মেটা নেটওয়ার্কস বিবিসি নিউজকে জানিয়েছে, ২০২১ সালের শেষ তিন মাসে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯২ কোটি ৯০ লাখ। যা এর আগের তিন মাসে এই ব্যবহারকারীর সংখ্যা ১৯৩ কোটি ছিল। যদিও ফার্মটি টিকটক এবং ইউটিউবের মতো প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতার মুখে রাজস্ব বৃদ্ধিতে ধীর গতির বিষয়ে সতর্ক করেছিল, যখন বিজ্ঞাপনদাতারাও ব্যয় কমিয়ে দিচ্ছে।

নিউইয়র্কে আফটার আওয়ার ট্রেডিংয়ে মেটার শেয়ার ২০ শতাংশের বেশি কমে গেছে। মেটার শেয়ারের দামের স্লাইড কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে প্রায় ২০০ বিলিয়ন ডলার মুছে দিয়েছে। এদিকে টুইটার, স্ন্যাপ এবং পিন্টারেস্টসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের শেয়ারগুলিও বর্ধিত ট্রেডিংয়ে তীব্রভাবে হ্রাস পেয়েছে।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, শ্রোতারা, বিশেষ করে তরুণ ব্যবহারকারীরা প্রতিদ্বন্দ্বীদের কারণে চলে যাওয়ায় ফার্মের বিক্রয় বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেটা, যা গুগলের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফর্মের মালিক, এটিও বলেছে যে, এটি অ্যাপলের অপারেটিং সিস্টেমে গোপনীয়তার পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয়েছে।

মেটার প্রধান আর্থিক কর্মকর্তা ডেভ ওয়েহনারের মতে, পরিবর্তনগুলি ব্র্যান্ডগুলির জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে তাদের বিজ্ঞাপনগুলিকে নির্ধারণ করা এবং পরিমাপ করা কঠিন করে তুলেছে এবং এই বছরের জন্য ১০ বিলিয়ন ডলার কমাতে প্রভাব ফেলতে পারে। মেটার মোট রাজস্ব, যার সিংহভাগ বিজ্ঞাপন বিক্রয় থেকে আসে, এই সময়ের মধ্যে ৩৩.৬৭ বিলিয়ন ডলার বেড়েছে, যা বাজারের পূর্বাভাসটাকে খুব বেশি অস্পষ্ট করে তোলে।

১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কমলো ফেসবুক ব্যবহারকারী

দূর্ঘটনা

লাইফ স্টাইল

শিক্ষাঙ্গন

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!