ইতিহাস গড়ল বাংলাদেশ—টেস্টে ইনিংস ব্যবধানে সবচেয়ে বেশি হারের রেকর্ড

খেলা ডেস্ক:
কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ও ৭৮ রানে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পাশাপাশি নিজেদের টেস্ট ইতিহাসে আরও একটি বিব্রতকর রেকর্ড গড়েছে টাইগাররা।

এটি বাংলাদেশ দলের ৪৭তম ইনিংস পরাজয়। এর ফলে টেস্ট ক্রিকেটে ইনিংস ব্যবধানে সবচেয়ে বেশি হার–এই অস্বস্তিকর তালিকার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ, পেছনে ফেলেছে ক্রিকেট দুনিয়ার দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও ভারতকে।

এর আগে ইনিংস ব্যবধানে ৪৬টি করে ম্যাচ হেরে ছিল ভারত ও অস্ট্রেলিয়া।
তালিকার বাকি দলগুলোর অবস্থা এমন:

  • ইংল্যান্ড: ৬৬ ইনিংস হার

  • নিউজিল্যান্ড: ৫০ ইনিংস হার

  • ওয়েস্ট ইন্ডিজ: ৪৮ ইনিংস হার

  • বাংলাদেশ: ৪৭ ইনিংস হার (নতুন)

  • শ্রীলংকা: ৪২ ইনিংস হার

  • দক্ষিণ আফ্রিকা: ৩৯ ইনিংস হার

  • পাকিস্তান: ৩৪ ইনিংস হার

  • জিম্বাবুয়ে: ৩০ ইনিংস হার

বাংলাদেশের টেস্ট যাত্রা শুরু ২০০০ সালে। ২৫ বছরে ১৫৪টি টেস্ট ম্যাচ খেলেছে দলটি। এর মধ্যে:

  • জয়: ২৩টি

  • পরাজয়: ১১২টি

  • ড্র: ১৯টি

বড় ব্যবধানে পরাজয়ের হার এতটাই বেশি যে, দলের টেস্ট উন্নতির প্রশ্নে নতুন করে আলোচনার দরজা খুলে দিয়েছে এটি।

অন্যদিকে, অস্ট্রেলিয়া তাদের ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে ৮৭৫ ম্যাচ খেলে জয় পেয়েছে ৪২০টিতে, হেরেছে ২৩৪টি এবং ড্র হয়েছে ২১৯টি ম্যাচ। ইনিংস ব্যবধানে তাদের পরাজয় ৪৬টি।

বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স প্রশ্ন তুলছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, খেলোয়াড় উন্নয়ন ও ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে। কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হার সেই ব্যর্থতারই এক নির্মম প্রতিচ্ছবি।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!