নিউক্যাসলে আর খেলবেন না আইজ্যাক, লিভারপুলে যেতে আগ্রহী

সুইডিশ স্ট্রাইকার অ্যালেক্সজান্ডার আইজ্যাক ঘোষণা দিয়েছেন, নিউক্যাসল ইউনাইটেডের জার্সিতে আর খেলবেন না। চলমান দলবদলের জানালায় ক্লাব ছাড়তে পারলে ভালো, তবে তা সম্ভব না হলেও তিনি নিউক্যাসলের হয়ে মাঠে নামবেন না।

প্রাক-মৌসুমের কোনো প্রীতি ম্যাচেই অংশ নেননি আইজ্যাক এবং তিনি বর্তমানে নিউক্যাসলের মূল দলে নেই। অন্যদিকে তাকে দলে ভেড়াতে মুখিয়ে আছে লিভারপুল। ইংলিশ জায়ান্টরা ১২০ মিলিয়ন ইউরোর রেকর্ড প্রস্তাবও দিয়েছে, তবে নিউক্যাসল সেই প্রস্তাবে রাজি হয়নি।

আইজ্যাকের সঙ্গে ক্লাবের দ্বন্দ্ব শুরু হয় গত মৌসুমে। ২০২৮ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ এই স্ট্রাইকার ক্লাবকে চুক্তি নবায়ন ও বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু নিউক্যাসল আর্থিক স্বচ্ছতা নীতির কথা বলে তা নাকচ করে দেয়। এরপর আইজ্যাক ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন।

তবে নিউক্যাসল তার জন্য ২০০ মিলিয়ন ইউরোর মূল্য দাবি করেছে, যা লিভারপুল দিতে আগ্রহী নয়। এ অবস্থায় আইজ্যাকের পরিস্থিতি নাপোলির সাবেক স্ট্রাইকার ভিক্টর ওসিমহেনের মতো হয়ে উঠতে পারে। গত মৌসুমে নাপোলি ছাড়তে চাইলেও মূল্য নিয়ে সমঝোতা না হওয়ায় ওসিমহেনকে বিক্রি করা হয়নি, এবং শেষ পর্যন্ত তিনি তুর্কি ক্লাব গালাতাসারায়ে ধারে যোগ দিয়েছিলেন।

বর্তমানে আইজ্যাককে দলে নিতে লিভারপুল ছাড়া অন্য কোনো ক্লাব আগ্রহ প্রকাশ করেনি। ফলে দলবদলের জানালা শেষ হওয়ার আগে এই ট্রান্সফার গন্তব্য নির্ধারণ করবে তার ভবিষ্যৎ।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!