সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দৈনিক সক্রিয় ব্যবহারকারীর (ডিএইউ) সংখ্যা কমেছে।

ফেসবুকের মূল কোম্পানি মেটা নেটওয়ার্কস বিবিসি নিউজকে জানিয়েছে, ২০২১ সালের শেষ তিন মাসে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯২ কোটি ৯০ লাখ। যা এর আগের তিন মাসে এই ব্যবহারকারীর সংখ্যা ১৯৩ কোটি ছিল। যদিও ফার্মটি টিকটক এবং ইউটিউবের মতো প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতার মুখে রাজস্ব বৃদ্ধিতে ধীর গতির বিষয়ে সতর্ক করেছিল, যখন বিজ্ঞাপনদাতারাও ব্যয় কমিয়ে দিচ্ছে।

নিউইয়র্কে আফটার আওয়ার ট্রেডিংয়ে মেটার শেয়ার ২০ শতাংশের বেশি কমে গেছে। মেটার শেয়ারের দামের স্লাইড কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে প্রায় ২০০ বিলিয়ন ডলার মুছে দিয়েছে। এদিকে টুইটার, স্ন্যাপ এবং পিন্টারেস্টসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের শেয়ারগুলিও বর্ধিত ট্রেডিংয়ে তীব্রভাবে হ্রাস পেয়েছে।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, শ্রোতারা, বিশেষ করে তরুণ ব্যবহারকারীরা প্রতিদ্বন্দ্বীদের কারণে চলে যাওয়ায় ফার্মের বিক্রয় বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেটা, যা গুগলের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফর্মের মালিক, এটিও বলেছে যে, এটি অ্যাপলের অপারেটিং সিস্টেমে গোপনীয়তার পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয়েছে।

মেটার প্রধান আর্থিক কর্মকর্তা ডেভ ওয়েহনারের মতে, পরিবর্তনগুলি ব্র্যান্ডগুলির জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে তাদের বিজ্ঞাপনগুলিকে নির্ধারণ করা এবং পরিমাপ করা কঠিন করে তুলেছে এবং এই বছরের জন্য ১০ বিলিয়ন ডলার কমাতে প্রভাব ফেলতে পারে। মেটার মোট রাজস্ব, যার সিংহভাগ বিজ্ঞাপন বিক্রয় থেকে আসে, এই সময়ের মধ্যে ৩৩.৬৭ বিলিয়ন ডলার বেড়েছে, যা বাজারের পূর্বাভাসটাকে খুব বেশি অস্পষ্ট করে তোলে।

১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কমলো ফেসবুক ব্যবহারকারী

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ২০৩০ সালের পর আর পরিচালনা করবে না নাসা। সিএনএনের এক প্রতিবেদনে কেটি হান্ট লিখেছেন, ২০০০ সালে সার্ভিসে আসা এই মহাকাশ স্টেশনটিকে প্রশান্ত মহাসাগরের একটি প্রত্যন্ত অংশে বিধ্বস্ত করা হবে যা নিমো পয়েন্ট নামে পরিচিত। জুলভার্নের ‘টুয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দ্য সি’ উপন্যাসের সাবমেরিনের নাবিক নিমোর নামানুসারে এই পয়েন্টটির নাম রাখা হয়েছে। সমুদ্রের এই অংশটি ভূমি থেকে সবচেয়ে দূরে এবং অন্যান্য অনেক মহাকাশযানের এখানে সলিল সমাধি হয়েছে। এলাকাটি নিউজিল্যান্ডের পূর্ব উপকূল থেকে প্রায় ৩০০০ মাইল দূরে এবং অ্যান্টার্কটিকার ২০০০ মাইল উত্তরে। অনুমান করা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান এবং ইউরোপের অনেক দেশ ১৯৭১ সাল থেকে এখানে ২৬৩টিরও বেশি মহাকাশযান ডুবিয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) পৃথিবীর ২২৭ নটিক্যাল মাইল উপরে প্রদক্ষিণ করছে এবং বিশ্বের ১৯টি দেশের ২০০ জনেরও অধিক মহাকাশচারী এখন পর্যন্ত সেখানে অবস্থান করেছে। এর মাধ্যমেই মহাকাশে মানুষের নিয়মিত উপস্থিতি নিশ্চিত হচ্ছে।

মহাকাশে চাষবাস

মহাকাশে উৎপাদিত লেটুস পাতা, ছবি: সংগৃহীত

মহাকাশে উৎপাদিত লেটুস পাতা, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি অনেক বৈজ্ঞানিক গবেষণার আবাসস্থল। এখানেই মহাকাশচারীরা শিখেছেন কীভাবে মহাকাশে লেটুস এবং শাক-সবজি উৎপাদন করতে হয়। তারা মহাকাশ স্টেশনে মূলা এবং মরিচ উৎপাদনও বাড়াচ্ছেন৷ তবে এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে ঘিরেও চলে রাজনীতি। বিশ্ব অর্থনীতির প্রভাবশালী দেশ ও যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী চীনকে অনেক বছর আগেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বাদ দেওয়া হয়েছে। সেজন্য চীন নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করেছে। আইএসএসের মতো বড় না হলেও, চীনা মহাকাশ স্টেশনটি এই বছরের শেষ নাগাদ সম্পূর্ণরূপে চালু হবে বলে আশা করা হচ্ছে। এদিকে রাশিয়া বলেছে যে, তারা ২০২৫ সালেই আইএসএস প্রকল্প ছেড়ে যাবে এবং ২০৩০ সালে নিজস্ব মহাকাশ স্টেশন তৈরির পরিকল্পনা করছে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভেঙে প্রশান্ত মহাসাগরে ফেলবে নাসা

সম্প্রতি ফেসবুক মেসেঞ্জার গ্রাহকদের জন্য আরও নজরদারি বাড়াতে নিয়ে এসেছে একাধিক নতুন ফিচার। বিশেষ করে মেসেঞ্জারের জন্য তারা চালু করেছে চ্যাট ও কলের নিরাপত্তায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন।

এই এন্ড-টু-এন্ড এনক্রিপশন হচ্ছে- যে দু’জনের মধ্যে কথোপকথন হয়েছে, তারা বাধে সেই তথ্য অন্য কেউ দেখতে পাবেন না। আর এবার থেকে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা মেসেঞ্জার চ্যাটে ডিজাপিয়ারিং মেসেজের কেউ স্ক্রিনশট নিলে নোটিফিকেশন পাবেন গ্রাহক। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিকিউরিটি ফিচার, যা এতদিন ধরে চালু ছিল শুধু কিছু সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য। এবার সব ব্যবহারকারী এ সুবিধার আওতায় আসবে।

এর পাশাপাশি মেসেজ রিয়াকশন ফিচারও রিলিজ করা হচ্ছে। মেসেঞ্জারের এই অপশনটির সাহায্যে ইমোজিসহ মেসেজের প্রতিক্রিয়া জানানো যাবে।

ফেসবুকের নির্বাহী কর্মকর্তা মার্ক জুকেরবার্গও জানিয়েছিলেন, ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি মেসেঞ্জারে গ্রুপ চ্যাট, গ্রুপ অডিও বা ভিডিও কলের ক্ষেত্রেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন কার্যকর হবে। মূলত গ্রাহকদের গোপনীয়তা নিশ্চিত করতেই নতুন ফিচার আনা হল।

ফেসবুক মেসেঞ্জারে নতুন সুবিধা চালু

সাত বছর মহাকাশে ঘুরপাক কেটে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদে আছড়ে পড়তে চলেছে এলন মাস্কের স্পেসএক্স। চাঁদের কাছাকাছি পোঁছতে আরও এক মাস সময় লেগে যেত। কিন্তু দুর্ঘটনার কারণে চাঁদের উপর বিধ্বস্ত হতে চলেছে রকেটটি। বিশেষজ্ঞরা বলছেন, স্পেসএক্সের একটি বিস্ফোরিত এবং পরিত্যক্ত অংশ চাঁদের উপরে আছড়ে পড়বে। চাঁদের পৃষ্ঠে মহাকাশচারীদের নিয়ে যাওয়ার জন্য মাস্কের রকেট কোম্পানিটিকে স্পেসশিপ প্রদান করতে বলেছিল নাসা। কিন্তু তার লক্ষ্যে নেমেও সফল হয়ে ফিরতে পারল না স্পেসক্রাফ্ট। সাম্প্রতিক পর্যবেক্ষণ এবং গণনার উপরে ভিত্তি করে জ্যোতির্বিজ্ঞানীরা দাবি করছেন, চলতি বছরের ৪ মার্চ চাঁদে বিধ্বস্ত হবে এলন মাস্কের রকেটটি। ২০১৫ সালে নাসার একটি উপগ্রহ, ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরিকে কক্ষপথে স্থাপন করার জন্য উৎক্ষেপিত হয় রকেটটি। সংবাদমাধ্যম এএফপির কাছে জ্যোতির্বিজ্ঞানী বিল গ্রে জানিয়েছেন, রকেটের দ্বিতীয় পর্যায় বা বুস্টার, গাণিতিকভাবে একটি বিশৃঙ্খল কক্ষপথে ভেসে বেড়াতে থাকে। তারই গাণিতিক বিশ্লেষণ থেকে এই রকেট, যা বিস্ফোরণের পরে স্পেসজাঙ্কে পরিণত হবে, তার ধ্বংস হওয়ার দিনক্ষণ সম্পর্কে জানা গেছে। তিনি আরও জানিয়েছেন, এই বুস্টার জানুয়ারি মাসেই চাঁদের খুব কাছাকাছি চলে এসেছিল। তার পরই অবস্থান কক্ষপথ পরিবর্তন করে।

৭ বছর মহাকাশে ঘুরপাকের পর চাঁদে আছড়ে পড়তে চলেছে স্পেসএক্স!

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!