প্রথমবারের মত মানুষের জিন রহস্যের (জিনোম) পূর্ণাঙ্গ রূপ প্রকাশ করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা।
প্রায় দুই দশক ধরে গবেষণার পর টেলিমোর টু টেলিমোর (টি২টি) কনসোর্টিয়ামের প্রায় ১০০ জন বিজ্ঞানীদের একটি দল মানব জিনের পূর্ণাঙ্গ বিন্যাস উন্মোচন করতে সক্ষম হন বলে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গবেষক দলের প্রধান ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের হাওয়ার্ড হিউস মেডিকেল ইনস্টিটিউটের ইভান ইচলার গত বৃহস্পতিবার (৩১ মার্চ) মানব জিনের পূর্ণাঙ্গ বিন্যাস উন্মোচনের বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্পূর্ণ এই তথ্য উন্মোচনের ফলে এখন আমরা আরও ভালোভাবে বুঝতে পারব, কীভাবে মানুষের একটি আলাদা প্রাণীসত্তা হিসেবে অস্তিত্ব হয়েছে।
কীভাবে মানুষ কেবল অন্য মানুষ থেকে নয়, অন্য জীব থেকেও আলাদা।
সংবাদ সংস্থা সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, সম্পূর্ণ এই জিনোম সিকোয়েন্সের মাধ্যমে দেখা যাবে কীভাবে একজন মানুষের ডিএনএ আরেকজনের থেকে ভিন্ন হয় এবং এই জেনেটিক বৈচিত্র্য রোগের ক্ষেত্রে ভূমিকা রাখে কিনা তাও জানা যাবে।