পানছড়িতে বিদেশী পিস্তল উদ্ধার

শাজাহান কবির সাজু, খাগড়াছড়ি ব্যুরো :

একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পানছড়ি থানা পুলিশ। ১৫’এপ্রিল মঙ্গলবার দুপুর বারটার দিকে উপজেলার ২নং চেংগী ইউপির চন্দ্র কার্বারী পাড়া থেকে পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানা পুলিশ জানতে পারে চন্দ্র কার্বারী পাড়ার জগৎ মিত্র চাকমার পরিত্যক্ত একটি মাটির ঘরে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। খবরের সত্যতা যাছাইয়ের জন্য পানছড়ি থানার ওসি মো: জসীম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যায়। পুলিশ ঘরটি তল্লাশী করে অস্ত্র ও গুলি উদ্ধার করে।

পানছড়ি থানার ওসি মো: জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলায় প্রক্রিয়াধীন। পালিয়ে যাওয়া আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ভিডিও নিউজ লিংক:

https://www.facebook.com/share/v/1AFZfas2Sd/

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!