মহান লাইলাতুল কদর মোবারক উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত

 

সত্য ও মানবতার মুক্তির উৎস শানে রেসালাতের প্রকাশ মহান লাইলাতুল কদর মোবারক ও মহান মুর্শেদ কেবলার ১১১ তম শুভাগমন দিবস উপলক্ষে , বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, চট্টগ্রাম জেলাশাখার আয়োজনে হাজীপাড়া রহমানিয়া দরবার শরীফে ২৬ মার্চ সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত হয়েছে।

 

বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াত

এর সভাপত্বিতে উক্ত সালাতু সালাম মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রধান উপদেষ্টা, ইমামে আহলে সুন্নাত সৈয়দ আল্লামা সাইফুর রহমান নিজামী শাহ্। আরও উপস্থিত ছিলেন আল্লামা বারাকাত শাহ নিজামী।

 

আল্লামা সৈয়দ ইমাম হায়াত বলেন, কোরআনুল করীম নাজিলের মাধ্যমে দয়াময় আল্লাহতাআলার সম্পর্কের মূল কেন্দ্র ও সকল গুণ-জ্ঞান-কল্যাণের উৎস অস্তিত্বের প্রাণ শানে রেসালাতের প্রকাশের মাধ্যমে দ্বীনে হকের সূর্যোদয়, ঈমানীয়াত ও ইনসানিয়াতের মহা বিপ্লবের সূচনা এবং মিথ্যার আঁধার ও জুলুম-স্বৈরদস্যুতন্ত্রের অবরুদ্ধতা থেকে জীবন ও মানবতার মুক্তির সুপ্রভাত মহান কদর মোবারক। কদর মোবারকের রহমতের অনন্ত প্রবাহ ধারা তথা সত্য-ন্যায়-জ্ঞান-স্বাধীনতা-অধিকার-মানবতা-কল্যাণ ও সম্পদের মুক্ত প্রবাহের ধারা জারি রাখার একমাত্র উপায় খেলাফতে ইনসানিয়াত।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!