আহলে সুন্নাত ঈদ জামাত উদযাপন পরিষদ চট্টগ্রাম হালিশহর থানা শাখার উদ্যোগে রমজানের ঈদুল ফিতর নামাজ পি এইচ আমীন একাডেমী স্কুলের মাঠ প্রাঙ্গণে সকাল আটটা ত্রিশ (৮.৩০)ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত জামাতে মা-বোনদের ও নামাজের জন্য সু-ব্যবস্থা করা হয়েছে । অত্র এলাকায় মা-বোনদের নিয়ে সম্মলিত ভাবে ইহাই একমাত্র জামাত।
উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াত।
দোয়া-মুনাজাত ও সালাতু সালাম পরিচালনা করবেন মুফতি আল্লামা রেজাউল কাউসার। সকল মানবিক ভাইবোন সবার প্রতি ঈদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লামা ইমাম হায়াত বলেন, বাতিলের মুলুকিয়ত থেকে প্রাণপ্রিয় কেবলাভূমি আল আরব পুনরুদ্ধার এবং সকল অপশক্তির গ্রাস থেকে দ্বীন – মিল্লাত – মানবতার মুক্তিই মুমিনের পরিপূর্ণ ঈদ।
অবরুদ্ধ সত্য, পরাজিত জীবন ও নিপীড়িত মানবতার
মুক্তি ও বিজয়ের লক্ষ্যে পালিত হোক সকল ঈদ।
প্রাণাধিক প্রিয়নবীর দেয়া সব মানুষের জীবনের নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার ভিত্তিক মানবতার রাষ্ট্র ছাড়া ঈদের লক্ষ্য সবার জীবনে শান্তি ও খুশি কখনোই হবে না।