চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট এলাকায় ইয়াসিন ও কালু নামক দুই ব্যক্তি নেতৃত্বে অবাধে চলছে একটি জুয়ার আসর, যা এলাকার সাধারণ মানুষের জন্য এক বড় ধরনের সমস্যা সৃষ্টি করেছে। মাঝিরঘাট লবণ ফ্যাক্টরীর পিছনে এই অবৈধ জুয়ার আসরটি চলছে, যেখানে প্রতিদিন স্থানীয় তরুণ-যুবকরা অংশগ্রহণ করছে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই জুয়ার আসরটি চলছে, কিন্তু স্থানীয় প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। ইয়াসিন ও কালু মূলত এই জুয়ার আসরটির পরিচালনা করছেন এবং তারা নিয়মিতভাবে এতে অংশগ্রহণকারীদের কাছ থেকে অর্থ আদায় করে আসছেন। এই জুয়ার আসরটি এলাকাবাসীর জন্য শুধু আর্থিক ক্ষতির কারণ নয়, পাশাপাশি সামাজিক অবক্ষয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিরূপ প্রভাব ফেলছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই জুয়ার আসরের কারণে এলাকায় অসন্তোষ ও উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। অনেক পরিবার তাদের সন্তানদের এই ধরনের বাজে অভ্যাস থেকে বাঁচাতে পারছে না। এলাকা থেকে যুব সমাজের নৈতিক অবক্ষয় হতে চলেছে, এবং এই সমস্যা দিন দিন আরও জটিল হয়ে উঠছে।
এছাড়া, স্থানীয়রা জানিয়েছেন যে, যেহেতু ইয়াসিন ও কালু এই জুয়ার আসরের নিয়মিত অংশীজন, তারা কোনো প্রকার প্রশাসনিক দমনমূলক পদক্ষেপ গ্রহণ করতে বাধা সৃষ্টি করছে। এমনকি, কেউ তাদের বিরুদ্ধে মুখ খুললে ভয়ভীতি দেখানো হয় এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
এলাকার সাধারণ মানুষ এই অবস্থা থেকে মুক্তির জন্য দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছে। তারা আশাবাদী যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট পদক্ষেপের মাধ্যমে এই অবৈধ জুয়ার আসর বন্ধ করা হবে এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ পুনরুদ্ধার হবে।