মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপির) সদর দপ্তরের সম্মেলন কক্ষে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ আসফিকুজ্জামান আকতার মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, যেখানে চট্টগ্রাম মহানগর এলাকায় কর্মরত পুলিশ অফিসারদের জন্য POS মেশিন সংক্রান্ত আধুনিক প্রযুক্তি ও এর ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময়ে জানানো হয় যে, পূর্বে ট্রাফিক পুলিশ কর্তৃক ব্যবহৃত POS মেশিন ও এর সফটওয়্যার শুধুমাত্র UCB ব্যাংকের upay অ্যাপস ব্যবহার করে জরিমানার টাকা পরিশোধ করার সুযোগ ছিল। তবে বর্তমানে সফটওয়্যার আপগ্রেড করার ফলে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত বাংলা কিউআর কোড ব্যবহার করে ট্রাফিক পুলিশরা ভুক্তভোগীদের কাছ থেকে জরিমানার টাকা তাৎক্ষণিক (instant) সময়ে গ্রহণ করতে পারবেন।
নতুন সফটওয়্যার আপগ্রেডের ফলে এখন বিকাশ, মোবাইল ওয়ালেটসহ ২১টি অনলাইন ব্যাংকিং অ্যাপস ছাড়াও ৫৬টি পেমেন্ট গেটওয়ে এবং ৭৮টি পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে জরিমানা পরিশোধ করা যাবে। এর ফলে ডকুমেন্ট আটকে রাখার প্রয়োজনও হ্রাস পাবে। সঠিকভাবে পরিশোধিত জরিমানার টাকা কমিউনিটি ব্যাংকের Q Cash পেমেন্ট চ্যানেলের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হবে।
এসময় সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মাহমুদা বেগম এবং ট্রাফিক বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ব্যাংক ও পেমেন্ট সেবা প্রতিষ্ঠান প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির এসভিপি জনাব মো: সোহেল রানা, শাখা ব্যবস্থাপক জনাব মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জনাব আবদুল্লাহ-আল-মামুন, জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম, জনাব আসিফ ইমতিয়াজ মাহমুদ, জনাব জুবায়ের তারেক হাসান সহ অন্যান্য কর্মকর্তাগণ।
এ কর্মশালা সিএমপির ট্রাফিক ব্যবস্থাপনাকে আরো সহজ, নিরাপদ ও দ্রুততর করার লক্ষ্যে আয়োজন করা হয় এবং এটি চট্টগ্রাম মহানগরের পুলিশ কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।