মুন্সীগঞ্জে স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

আনিসুর রহমান রলিন, মুন্সীগঞ্জ:- 

মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চিতুলিয়া দেওয়ানকান্দি গ্রামে স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (১৬ মে) রাত ৯টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সেলিনা বেগম (৩৫) বকুলতলা গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। অভিযুক্ত স্বামী সুজন মোল্লা (৫০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

প্রতিবেশীরা জানান, পারিবারিক কলহের জেরে ঝগড়া চলছিল। একপর্যায়ে সেলিনা আত্মরক্ষার চেষ্টা করে অন্য ঘরে পালিয়ে গেলে পেছন থেকে ঘাড়ে বঁটির কোপ মেরে নির্মমভাবে হত্যা করে সুজন।

নিহতার মা সুফিয়া বেগম জানান, নয় মাস আগে তাদের বিয়ে হয়। শুরুতে সম্পর্ক ভালো থাকলেও গত ছয় মাস ধরে সুজন মোল্লা সন্দেহ ও নির্যাতনের জন্য প্রায়শই মারধর করত। একাধিকবার সালিশ হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। সর্বশেষ বৃষ্টির সময় ঘরের মধ্যে আটকে রেখে তাকে হত্যা করা হয়।

জানা যায়, সেলিনার এটি ছিল দ্বিতীয় বিয়ে। আগের ঘরে তার দুটি সন্তান রয়েছে। মেয়ের সন্তান দেখতে যাওয়াকে কেন্দ্র করেই সর্বশেষ ঝগড়ার সূত্রপাত বলে জানান স্থানীয়রা।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম বলেন, “ঘটনাটি আমরা তদন্ত করছি। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।”

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!