মুন্সীগঞ্জে পৌর মার্কেটের কফি শপে অগ্নিকাণ্ড, আতঙ্ক একালাবাসী

আনিছুর রহমান(রলিন), মুন্সীগঞ্জ :

মুন্সীগঞ্জ শহরের পৌর মার্কেটের একটি কফি শপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে ‘স্নো কফি, ফাস্টফুড অ্যান্ড পেস্ট্রি শপ’-এর কিচেন রুম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে পড়লে মার্কেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পাশাপাশি সৃষ্টি হয় তীব্র যানজট।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় দোকানে থাকা কর্মচারীরা দ্রুত বাইরে বের হয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে বিস্তারিত তদন্ত শেষে চূড়ান্ত কারণ জানা যাবে।”

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও দোকানের অভ্যন্তরের কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও শহরের যান চলাচলে কিছু সময়ের জন্য ভোগান্তি দেখা দেয়।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!