চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজা ও এক লক্ষ টাকা অর্থদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত প্রধান আসামী মোঃ দুলাল’কে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সামাদনগর এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১০, যাত্রাবাড়ী, ঢাকা এর যৌথ আভিযানিক দল।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার মামলা নং-১৯ তাং-২৩ আগস্ট ২০১৯ইং, ধারাঃ- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ৯(১)/৩০ মামলার যাবজ্জীবন সাজা ও ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক প্রধান আসামী মোঃ দুলাল ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সামাদনগর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২২ মে ২০২৫ ইং তারিখ আনুমানিক ১১৫০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১০, যাত্রাবাড়ীর যৌথ আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ দুলাল(৩০), পিতা-মোঃ নুরুল হুদা, সাং-উত্তর মরগাং, থানা-জোরারগঞ্জ , জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।