রাউজানে প্রবাসী মানিক হত্যা মামলার পলাতক আসামি বাদশা মিয়া গ্রেফতার

মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম:

চট্টগ্রামের রাউজান থানার চাঞ্চল্যকর প্রবাসী আব্দুল্লাহ ওরফে মানিক হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ বাদশা মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। সোমবার (২০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-৭, চট্টগ্রামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় ৮ নম্বর আসামি মোঃ বাদশা মিয়াকে (৪৫) গ্রেফতার করা হয়। তার বাড়ি রাউজান উপজেলার গরিব উল্ল্যাহ পাড়ায়।

উল্লেখ্য, নিহত আব্দুল্লাহ ওরফে মানিক দীর্ঘদিন দুবাই প্রবাসে থাকার পর দেশে ফিরে ইট-বালুর ব্যবসা শুরু করেন। এ নিয়ে স্থানীয় একটি চক্রের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।

গত ১৯ এপ্রিল রাত ১১টার দিকে রাউজানের ভান্ডারী কলোনির একটি বাসায় অবস্থানকালে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

পরে নিহতের স্ত্রী বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে আসামি করে রাউজান থানায় মামলা দায়ের করেন (মামলা নং-২২/২১-০৪-২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড)।

মামলার তদন্ত ও পলাতক আসামিদের ধরতে র‍্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে।গ্রেফতারকৃত বাদশা মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!