সাফে পরপর দুইবার চ্যাম্পিয়ন, বয়সভিত্তিক আসরেও শিরোপা জেতা বাংলাদেশের নারী ফুটবল এখন আন্তর্জাতিক মঞ্চে নিয়মিত সাফল্যের খবর দিচ্ছে। এ বছর অনূর্ধ্ব-২০ নারী দল প্রথমবারের মতো বাছাই পর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে এশিয়ান কাপে। তবে দেশের ভেতরে নারী ফুটবলের লিগ নিয়মিত না হওয়ায় বড় মঞ্চে খেলতে পারছে না কোনো বাংলাদেশি ক্লাব।
এই সুযোগে প্রতিবেশী ভুটানের ক্লাবগুলো প্রায়ই অংশ নিচ্ছে এএফসি উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপে। গত আসরে ভুটানের রয়েল থিম্পু কলেজ (আরটিসি) দলে খেলেছেন বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা ও মনিকা চাকমা। এবার সেই ধারাবাহিকতায় আরটিসি দলে যোগ দিলেন অনূর্ধ্ব-২০ নারী দলের অধিনায়ক আফঈদা খন্দকার ও মিডফিল্ডার স্বপ্না রানী।
আজ (শুক্রবার) সকালে ভুটানের উদ্দেশে রওনা দেন এই দুই ফুটবলার। দেশ ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আফঈদা লেখেন, “ভুটানের উদ্দেশে, নতুন মিশন—এএফসি উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ। দোয়া করবেন সবাই।”
বাংলাদেশি নারী ফুটবলারদের জন্য বিদেশি ক্লাবে খেলার এই সুযোগ আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি দেশের নারী ফুটবলের মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।