দেশের ক্রীড়াঙ্গনের বিকাশ ও খেলোয়াড়দের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে বরাদ্দ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
উক্ত পোস্টে উপদেষ্টা লিখেছেন, “খেলোয়াড়দের জন্য সুযোগ-সুবিধা সম্প্রসারণে বরাদ্দ বাড়াতে উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ভবিষ্যতের ক্রীড়া উন্নয়নকে টেকসই ও বিস্তৃত করতে, সেই অনুযায়ী নীতিনির্ধারণ প্রক্রিয়াও চলমান রয়েছে।”
তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে দেশীয় খেলাধুলার কাঠামোকে শক্তিশালী ও কার্যকর করতে সরকারের নানা দিকনির্দেশনা ও পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এর লক্ষ্য হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়াবিদদের পারফরম্যান্স উন্নয়ন এবং নতুন প্রতিভা গড়ে তোলা।
পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য নিয়মিত খেলাধুলা অপরিহার্য। তাই অভিভাবকদের উচিত তাদের সন্তানদের খেলাধুলায় অংশ নিতে উৎসাহ দেওয়া।”
বর্তমানে সরকারের ক্রীড়া উন্নয়ন পরিকল্পনায় খেলোয়াড়দের প্রশিক্ষণ, মানসম্পন্ন অবকাঠামো, খাদ্য-পুষ্টি, চিকিৎসা ও আন্তর্জাতিক মানের কোচিং সুবিধা অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়াচর্চা বাড়াতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।
খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি জাতীয় গৌরব অর্জনের অন্যতম পথ। সরকারের এ উদ্যোগ দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে আত্মপ্রকাশের নতুন সুযোগ এনে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট মহল।
সংগৃহীত সূত্র: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পোস্ট