এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে মুরাস ইউনাইটেডের কাছে হারল আবাহনী

কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের কাছে ২-০ গোলের হার দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ মিশন শেষ করল বাংলাদেশের আবাহনী লিমিটেড। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইউক্রেনের সাত ফুটবলার সমন্বিত শক্তিশালী মুরাসের বিপক্ষে পেরে ওঠেনি এ কে এম মারুফুল হকের শিষ্যরা।

প্রথমার্ধে প্রতিপক্ষকে গোলশূন্য রাখতে সক্ষম হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই বিপর্যয়ে পড়ে আবাহনী। ম্যাচের ৪৮ মিনিটে কিরগিজ ক্লাবটির আতায় জুমাশেভের গোলেই পিছিয়ে যায় স্বাগতিকরা। গোল শোধে ব্যর্থ আবাহনী শেষ মুহূর্তে আরও একটি গোল হজম করে। যোগ করা সময়ের (৯২ মিনিট) সেই গোলটিও করেন আতায় জুমাশেভ।

শীর্ষ পর্যায়ের ফুটবলে ২০২৩ সালে অভিষেক হওয়া মুরাস ইউনাইটেড ইতোমধ্যে নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নিয়মিত ইউরো ও বিশ্বকাপ বাছাই খেলা ইউক্রেনের সাত ফুটবলারের উপস্থিতি তাদের দলে বাড়তি দৃঢ়তা এনে দিয়েছে। বিশেষ করে রক্ষণভাগ সম্পূর্ণই ইউক্রেনের ফুটবলার দিয়ে সাজানো হওয়ায় তারা শারীরিকভাবে শক্তিশালী এবং কৌশলগতভাবে দক্ষ ফুটবল খেলতে সক্ষম।

এই আসরে খেলার কথা ছিল লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের। তবে এএফসি লাইসেন্স না থাকায় তাদের পরিবর্তে অংশ নেওয়ার সুযোগ পায় আবাহনী লিমিটেড।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!