খেলার সংবাদ ডেস্ক:
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবার নতুন অভিযানে নামছেন যুক্তরাষ্ট্রে। অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে লিওনেল মেসির দল ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন তিনি। শুক্রবার (২৫ জুলাই) ক্লাবের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।
ইন্টার মিয়ামির প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো এক সময় মেসির জাতীয় দলসতীর্থ ছিলেন। এবার মেসির বর্তমান সতীর্থ হিসেবেও নতুন সংযোজন হচ্ছেন ডি পল। আপাতত ২০২৫ সালের শেষভাগ পর্যন্ত ধারে (লোন) ক্লাবে খেলবেন তিনি। তবে ২০২৯ সালের এমএলএস মৌসুম পর্যন্ত স্থায়ী চুক্তিতে রূপ দেওয়ার সুযোগ রেখেছে মিয়ামি।
৩১ বছর বয়সী রদ্রিগো ডি পল ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যদিও মিয়ামির বর্তমান একাদশে জায়গা পেতে তাকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। বর্তমানে লিওনেল মেসি, সার্জিও বুসকেটস ও জর্ডি আলবার মতো অভিজ্ঞ তারকারা দলে নিয়মিত খেলছেন।
তবে ক্লাব কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে, লোন শেষ হলে ডি পলের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে চায় তারা। কারণ, ডি পলের মাঠে প্রভাব ফেলার সামর্থ্য রয়েছে, যা মিয়ামির লক্ষ্য পূরণে সহায়ক হতে পারে। অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে তার এখনও এক বছরের চুক্তি বাকি।
গত মৌসুমে ডি পল ডিয়েগো সিমিওনের অধীনে অ্যাতলেতিকো মাদ্রিদের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি ক্লাবের হয়ে ৫৩টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে ক্লাব বিশ্বকাপেও অংশ নিয়েছেন।
নতুন ক্লাবে যোগ দেওয়ার বিষয়ে ডি পল বলেন,
“ইন্টার মিয়ামিতে আমার আসার পেছনে কারণ হলো প্রতিযোগিতা করা, শিরোপা জয় করা এবং ক্লাবের ইতিহাসে নিজের নাম লেখানো। এই ক্লাবটি ভবিষ্যতে অসাধারণ কিছু করতে যাচ্ছে। আমি সেই ইতিহাসের অংশ হতে চাই।”
ডি পলের এই আগমন মিয়ামির মধ্যমাঠকে যেমন শক্তিশালী করবে, তেমনি আর্জেন্টিনার সমর্থকদের জন্যও এটি নতুন করে রোমাঞ্চ তৈরির উপলক্ষ। এখন দেখার পালা, নতুন ভূমিকায় মেসির পাশে ডি পল কতটা প্রভাব ফেলতে পারেন এমএলএস মঞ্চে।