আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আজ

 

চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থান দমন–সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ (সোমবার) ঘোষণা করা হবে।

 

 

রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বেঞ্চ, যার নেতৃত্বে রয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি রায়টি সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক সরকারপ্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা হতে যাচ্ছে।

 

 

 

চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম যে মিসকেস (বিবিধ মামলা) হিসেবে বিচার শুরু হয়, সেটি ছিল শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়ের করা এই মামলাটি।

 

 

এই মামলায় প্রথমবারের মতো কোনো আসামি ‘অ্যাপ্রুভার’ (রাজস্বাক্ষী) হিসেবে আদালতে হাজির হন। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে ঘটনার বিবরণ দিতে আবেদন করলে ট্রাইব্যুনাল-১ তা অনুমোদন করে।

 

 

 

২০২৪ সালের ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম কার্যদিবসে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে তদন্ত সংস্থা গত ১২ মে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়।

 

 

এরপর ১ জুন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে, যেখানে শেখ হাসিনাকে জুলাই–আগস্টের ঘটনাবলির ‘মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার’ হিসেবে উল্লেখ করা হয়। মামলায় তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়।

 

 

অভিযোগ অনুযায়ী—

গত বছরের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উসকানিমূলক বক্তব্য দেন।

 

পরবর্তী সময়ে তিনি আন্দোলনকারীদের দমন করতে হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন।

 

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে;

ঢাকার চানখাঁরপুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা।

 

এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে।

 

উল্লেখ্য, এসব অভিযোগ এখনো আদালতে বিচারাধীন এবং আদালতের রায় ছাড়া কোনো অভিযোগের সত্যতা নিশ্চিত নয়।

 

 

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও তিনটি মামলা চলমান রয়েছে। এর দুটি মামলায় সাড়ে ১৫ বছরে সংঘটিত কথিত গুম-খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অপর মামলাটি করা হয়েছে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত ঘটনাবলি নিয়ে।

আইনজীবীরা জানিয়েছেন, দায়ের করা এসব মামলার মধ্যে আজ ঘোষিত হতে যাওয়া রায়টি সর্বপ্রথম।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!