“দেশে কোথাও সুশাসন নেই”—সিরডাপ মিলনায়তনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

ঢাকা: “দেশে কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই”—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অর্থনৈতিক খাত সবখানেই বিশৃঙ্খলা ও চাঁদাবাজি চলছে।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ প্রকাশনা ও আলোচনাসভায় এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইটির লেখক ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মির্জা ফখরুল বলেন, “আগে যাঁকে এক লাখ টাকা চাঁদা দিতে হতো, এখন তাঁকে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হচ্ছে। পুলিশে কোনো পরিবর্তন আসেনি। সুশাসনের অভাব পুরো রাষ্ট্রযন্ত্রকে দুর্বল করে দিচ্ছে।”

তিনি বলেন, “জনগণ আজ অসহায়। প্রতিটি খাতে লুটপাট চলছে। নিয়ন্ত্রণহীন এই ব্যবস্থায় সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

বিএনপি মহাসচিব বলেন, “রাতারাতি কোনো সংস্কার সম্ভব নয়। এর জন্য সময় লাগবে, ধৈর্য লাগবে। কিন্তু গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে, সবকিছু চাপিয়ে দিয়ে কিছু করা যাবে না।”

তিনি আরও বলেন, “অবিলম্বে একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। জনগণের প্রকৃত প্রতিনিধিদের সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে।”

আন্তর্জাতিক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতির কারণে সামনে বড় অর্থনৈতিক বিপদের সম্ভাবনা রয়েছে। এটি শুধু আমাদের দেশ নয়, গোটা বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকেই প্রভাবিত করতে পারে।”

তিনি বলেন, “রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় দেশের উন্নয়ন ও জনস্বার্থে ইতিবাচক ভূমিকা রাখতে চায়। তবে গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।”

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!