হঠাৎই আকাশে রহস্যময় ড্রোনের দেখা মেলায় বন্ধ করে দেওয়া হয়েছে জার্মানির ব্যস্ততম মিউনিখ বিমানবন্দর। বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় রাতে বাভারিয়া প্রদেশের এই বিমানবন্দরের ওপরে একাধিক ড্রোন ওড়ার পর এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
ড্রোন আতঙ্কের কারণে বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করে দেয়। এতে বাতিল হয় ১৭টি ফ্লাইট, ভোগান্তিতে পড়েন প্রায় তিন হাজার যাত্রী। এছাড়া অন্তত ১৫টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প গন্তব্যে ডাইভার্ট করা হয়।
এ ঘটনার পর মিউনিখ শহরের আকাশসীমা এড়িয়ে চলছে অন্যান্য উড়োজাহাজ। ফ্লাইটরাডার টুয়েন্টিফোরের ট্র্যাকারে এর প্রমাণ মিলেছে।
উল্লেখ্য, মিউনিখে বর্তমানে চলছে বিশ্বখ্যাত অক্টোবরফেস্ট উৎসব, যা ৫ অক্টোবর শেষ হওয়ার কথা। প্রতি বছর এই উৎসবে অংশ নিতে ষাট লক্ষাধিক মানুষ শহরটিতে ভিড় জমান।
এর আগে ডেনমার্ক এবং নরওয়ের বিমানবন্দরগুলোতেও রহস্যময় ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে কারা এই ঘটনার পেছনে রয়েছে তা এখনও স্পষ্ট নয়। ইউরোপের একাধিক দেশের সন্দেহের তীর রাশিয়ার দিকে।