মার্কিন জ্যেষ্ঠ দূত স্টিভ উইটকফ রোববার আশা প্রকাশ করেছেন যে হোয়াইট হাউসে সোমবার অনুষ্ঠিতব্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকটি ফলপ্রসূ হবে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়ে যখন মার্কিন সরকার যুদ্ধবিরতির পূর্বশর্ত ছাড়াই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধান চাচ্ছে।

উইটকফ মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে বলেন, “আমি আশা করি, সোমবার আমরা একটি ফলপ্রসূ বৈঠক করব। আমরা প্রকৃত ঐকমত্যে পৌঁছাতে পারব এবং রাশিয়ানদের সঙ্গে শান্তিচুক্তি প্রক্রিয়া এগিয়ে নিতে সক্ষম হব।”

বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠকটি ইউক্রেন-রাশিয়া সংঘাতের সম্ভাব্য সমাধান এবং ইউরোপীয় নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!