নাইজারের মরুভূমি পারাপারের সময় ইউরোপ যাওয়ার পথে কমপক্ষে ৩৫ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই তথ্য জানিয়েছে নাইজার ভিত্তিক এনজিও অ্যালার্ম ফোন সাহারা। খবরটি বার্তা সংস্থা এএফপি সংগ্রহ করেছে।
অ্যালার্ম ফোন সাহারার আজিজ চেহো এএফপিকে জানিয়েছেন, “আমাদের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মরুভূমি পার হওয়ার সময় ৩৫ থেকে ৪০ জন অভিবাসী মারা গেছেন।”
তিনি আরও বলেন, ইউরোপের উদ্দেশ্যে উত্তর আফ্রিকার উপকূলে পৌঁছানোর জন্য নৌকা ধরার সময় হাজার হাজার অভিবাসী চোরাকারবারিদের হাতে পরিত্যক্ত হয়ে অথবা যাত্রাপথে যানবাহন বিকল হওয়ায় মারা যান। গাড়ি বা নৌকা বিকল হলে, ক্ষুধার্ত ও পানিশূন্য অভিবাসীরা কাছাকাছি পানির সন্ধানে দীর্ঘ দূরত্ব হেঁটে যাওয়ার চেষ্টা করেন।
চেহো উল্লেখ করেছেন, লিবিয়া বা আলজেরিয়ার সীমান্ত পুলিশের ফেরত পাঠানোর ফলে বহু মানুষ মরুভূমিতে আটকা পড়ে। গত বছর আলজেরিয়া ৩১ হাজারেরও বেশি অভিবাসীকে নাইজারে বহিষ্কার করেছিল।
নাইজারে সামরিক সরকারের উদ্বেগ রয়েছে যে বহিষ্কৃত অভিবাসীদের উচ্চসংখ্যা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। নাইজার কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে প্রায় ১৬ হাজার অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে।