বলিভিয়ায় ভোটগ্রহণ: ডানপন্থীদের ২০ বছরের মধ্যে প্রথম সম্ভাব্য ক্ষমতায় আগমন

বলিভিয়ায় রোববার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দেশটি গভীর অর্থনৈতিক সংকটে নিমজ্জিত, যেখানে বার্ষিক মুদ্রাস্ফীতি প্রায় ২৫ শতাংশ এবং ডলার ও জ্বালানির তীব্র ঘাটতি দেখা দিয়েছে। এই নির্বাচনে ডানপন্থীরা ২০ বছরের মধ্যে প্রথমবার ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি করছেন।

লাপাজ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ভোটাররা ক্ষমতাসীন মুভমেন্ট টুওয়ার্ডস সোশালিজম (এমএএস) পার্টির প্রতি সমর্থন হারাচ্ছেন। এমএএস দলের শীর্ষ নেতা ইভো মোরালেস ২০০৫ সালে বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ক্ষমতায় ছিলেন।

প্রাথমিক জরিপে দেখা গেছে, ৬৬ বছর বয়সী ডোরিয়া মেডিনা এবং ৬৫ বছর বয়সী কুইরোগা প্রায় ২০ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে বামপন্থী সিনেট সভাপতি আন্দ্রোনিকো রদ্রিগেজসহ আরও ছয়জন প্রার্থী অনেক পিছিয়ে রয়েছেন। যদি কোনো প্রার্থী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পান, তাহলে ১৯ অক্টোবর দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দুই অগ্রণী প্রার্থীই নির্বাচিত হলে বলিভিয়ার বৃহৎ-রাষ্ট্রীয় অর্থনৈতিক মডেলে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। তারা সরকারি ব্যয় কমাতে, দেশকে বিদেশী বিনিয়োগের জন্য উন্মুক্ত করতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চান। এটি মোরালেস সরকারের সময় হ্রাস পেয়েছিল।

৬৩ বছর বয়সী আদিবাসী বিক্রেতা মার্সেলা সিরপা, যারা আগে ঐতিহ্যগতভাবে এমএএস পার্টিকে সমর্থন করতেন, এবার কুইরোগার পক্ষে ভোট দিয়েছেন।

রোববার বলিভিয়ায় দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার সকল আসনও নির্বাচনের আওতায় এসেছে, যা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!