আনোয়ারায় বঙ্গোপসাগরে গুলিবিদ্ধ হয়ে রাসেল (২৪) নামে এক জেলের মৃত্যু হয়েছে। তবে নৌ পুলিশ নাকি কোস্ট গার্ডের গুলিতে গুলিবিদ্ধ হয়েছে এই নিয়ে কোন বাহিনী বিষয়টি শিকার করেনি।তবে স্থানীয়দের সন্দেহ নৌ পুলিশের গুলিতে জেলে রাসেল গুলিবিদ্ধ হয়।
বুধবার (১৩ এপ্রিল) সাগর উপকূলী ইউনিয়ন রায়পুরের গহিরা সাত্তার মাঝির ঘাটে এই ঘটনা ঘটে। নিহত জেলে রাসেল রায়পুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের সুন্নাপাড়া এলাকার মোহাম্মদ রফিকের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বঙ্গোপসাগরের মাছ ধরার জালের ফাঁদের মাছ ধরা পড়াছে কিনা দেখা জন্য মোঃ রাসেল এবং তার সহযোগী এনামুল হক সম্পর্কে মামা দুই সাগরে দেখতে যায়।সাগরে কোস্ট গার্ডের নৌ-পুলিশের একটি দল জেলেদের মাছ ধরার জাল কেটে নিয়ে যেতে চাইলে দু’জেলে বাঁধা দেওয়া এক পযার্য়ের নৌ-পুলিশ গুলি করলে একটা গুলিতে রাসেল আহত হয়। তাৎক্ষণিক আহত অবস্থায় রাসেলকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
রায়পুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রফিক তালুকদার জানান,আমি সকাল শালিসে ছিলাম,স্থানীয়রা আমাকে মুঠোফোনে জানান, সাগরের মাছ জাল ধরা নিয়ে সংঘর্ষের কোস্ট গার্ডের নৌ-পুলিশের গুলিতে মোঃ রাসেল নামে একজন নিহত হয়েছে।
এবিষয়ে নৌ পুলিশ বার আউলিয়া পুলিশ ফাঁড়ির অফিসিয়াল মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করেও যোগাযোগ পাওয়া যায়নি।
এদিকে কোস্ট গার্ডের গুলিতে জেলে নিহত হয়েছে কিনা জানতে চাইলে কোস্ট গার্ড সাঙ্গু জোনের সিসি সাজু আহমেদ বলেন, আসলে কোন বাহিনীর সাথে হয়েছে ঘটনাটি আমার জানা নাই। তবে আমাদের কোস্ট গার্ড আজকে এরকম কোন অভিযানে পরিচালনা করেনি। বিষয়টি আমাদের বাহিনীর সাথে হয়নি।
জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদ জানান, সকাল এগারোটার দিকে গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই যুবকের মৃত্যু হয়। আমরা গুলিবিদ্ধ হওয়ার কারণে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে থানা পুলিশকে খবর দিই।
এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম সিকাদারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি এখনো আমার জানা নাই। আমি বাইরে আছি।