৫০ হাজার কোটিতে বিক্রি হতে যাচ্ছে আইপিএলের সম্প্রচার স্বত্ব!

বড় অঙ্কের মূল্যে আইপিএলের মিডিয়া এবং ডিজিট্যাল রাইটস বিক্রি করতে চলেছে বিসিসিআই। যার মূল্য প্রায় ৫০ হাজার কোটি টাকা।

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দরপত্র চূড়ান্ত করার শেষ পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আইপিএলের পাঁচ বছরের সম্প্রচার স্বত্ব প্রায় ৫০,০০০ কোটিতে বিক্রি হতে পারে। এবার অবশ্য আলাদা করে টিভি স্বত্ব ও ডিজিটাল স্বত্ব বিক্রির পরিকল্পনা করেছে বিসিসিআই।

ইকোনমিক টাইমসে যারা দরপত্র জমা দিয়েছেন তাদের ঘনিষ্ঠ একজন দাবি করেছেন, এবার সম্প্রচার স্বত্ব কল্পনার বাইরে গিয়ে অনেক বড় অঙ্কের মূল্যে বিক্রি হতে পারে। তবে সেই ব্যক্তি জানিয়েছেন, আপনি যদি লাভ ও ক্ষতির হিসেব করতে যান তবে সেই মূল্যটা কোন ভাবেই ৩০ বা ৩২ হাজারের বেশি হওয়া উচিত না।

পাঁচ বছর আগে স্টার প্লাস, ডিজনি যে টাকায় স্বত্ব কিনেছিল তার তিনগুণেরও বেশি দাম উঠছে এ বার। ২০১৭ সালে স্টার ১৬, ৩৪৭.৫ কোটিতে সম্প্রচারের পাশাপাশি ডিজিটাল স্বত্ব কিনেছিল।

আগামী ৫ বছরের সম্প্রচার স্বত্ব কেনার দৌড়ে স্টার ইন্ডিয়ার পাশাপাশি আছে সনি পিকচার্স নেটওয়ার্ক, রিল্যায়েন্স ইন্ডাস্ট্রির মালিকানাধীন ভায়াকম ১৮ এবং অ্যামাজন প্রাইম ভিডিও।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!