‘ভ্রূণ নষ্টে দোষী’ হলে সৌদি আরবে নতুন শাস্তি ঘোষণা

গর্ভবতী নারীদের সুরক্ষায় নতুন আইন পাস করা হয়েছে সৌদি আরবে।

দেশটির সংবাদমাধ্যম জানায়, সৌদি আরবে গর্ভবতীদের ক্ষতি করা বা কোনো ধরনের আঘাতের ফলে তার গর্ভের ভ্রূণ নষ্ট হয় এমন কোনো কাজ প্রমাণিত হলে দোষী ব্যক্তিকে শাস্তি হিসেবে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৩ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। সৌদি আরবে নারীদের প্রাণের ঝুঁকিতেই গর্ভপাতের অনুমতি দেয়া হয়।

এ ছাড়া গর্ভপাতের জন্য নারীর স্বামীর অনুমতি প্রয়োজন হয়। এর আগে সৌদি আরবে ২৪ ঘণ্টায় ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যাদের মধ্যে সাত ইয়েমেনি ও এক সিরীয় নাগরিক রয়েছেন।

দেশটির বিচার প্রক্রিয়া নিয়ে যখন বিতর্ক শুরু হয়েছে তখন গর্ভবতী নারীদের নিরাপত্তা বিধানে এমন সিদ্ধান্ত নেয়া হলো।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!