সৎ ও দেশপ্রেমিক প্রার্থীই জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে — ডা. এ কে এম ফজলুল হক

চকবাজার ১৬ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠকে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সৎ নেতৃত্বের আহ্বান

চট্টগ্রাম প্রতিনিধি:


চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক বলেছেন, “দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সৎ নেতৃত্বই প্রধান শর্ত। যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্ব ছাড়া জনগণের প্রত্যাশিত পরিবর্তন সম্ভব নয়।”

বুধবার (অক্টোবর) বিকেলে চকবাজার ১৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে কাপাসগোলা এলাকাবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. ফজলুল হক বলেন, “দেশের সম্পদ বিদেশে পাচার বন্ধ করা, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ সৃষ্টি করাই সময়ের দাবি। আগামী পাঁচ বছর যদি রাজনৈতিক ও প্রশাসনিক পরিবেশকে দুর্নীতিমুক্ত রাখা যায়, তবে বাংলাদেশ উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাবে। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সৎ, নির্লোভ ও নীতিবান ব্যক্তিকেই সংসদে পাঠাতে হবে।”

তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে নগরবাসীর সমস্যার সমাধানে নিরলসভাবে কাজ করব, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকবাজার ১৬ নম্বর ওয়ার্ড আমীর শহীদুল্লাহ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি এরশাদুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম-৯ আসনের নির্বাচন কমিটির পরিচালক ফয়সাল মুহাম্মদ ইউনুস।

তিনি বলেন, “সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে বিজয়ের মাধ্যমেই জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে। জনগণ পরিবর্তন চায়, শান্তি ও স্থিতিশীলতা চায়। ডা. ফজলুল হক একজন আদর্শ প্রার্থী, যিনি এই এলাকার মানুষের প্রত্যাশার প্রতীক।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার।

উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর আব্দুল হান্নান, কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ, মাওলানা খালেদ জামাল, এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ মুহাম্মদ রঞ্জু মিয়া, শাহ নেওয়াজ, মুহাম্মদ মামুন, মুহাম্মদ ওমর, মুহাম্মদ ফোরকান, সাইফুল ইসলাম, এফ এ হেলাল, শাহাদাত হোসেন, মুহাম্মদ বেলাল প্রমুখ।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ ও এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!