চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। বিয়েল পরে বৌভাতের দিন বিচ্ছেদের ঘটনা ঘটেছে। জানা যায়, গত শুক্রবার (১৭ ডিসেম্বর) বিয়ে হয়, পরের দিন বৌভাতের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে দুই পরিবারের আত্মীয়-স্বজনেরা এসেছেন। খাওয়া-দাওয়া আপ্যায়ন শেষে, শোনা যায় নবদম্পতির বিচ্ছেদের সুর। পরে রাত ৮ টায় স্থানীয়র কাজীর মাধ্যমে তালাক হয়।
তালাক সম্পাদন করা সংশ্লিষ্ট ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মনিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। তালাক নামায় লেখা হয়, ১৭ ডিসেম্বর ২০২১ তারিখে ইসলামী শরিয়াহ মোতাবেক একে অপরের সহিত ৬০ হাজার টাকা দেনমোহর ধার্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়াছিলাম। কিন্তু বিভিন্ন কারণে সাংসারিক বনিবনা না হওয়ায় আমরা উভয়ে আপোষে বিবাহ বন্ধন ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
মনিরুল ইসলাম জানান, বিকেলে আমাকে বাড়িতে ডাকা হয় তালাকা সম্পাদনের জন্য, তিনি শুধু গিয়ে উভয় পরিবারের সম্মতিতে তালাক সম্পাদন করেছেন। তবে কি কারণে এ তালাক সম্পাদন, সে সম্পর্কে তাকে কোন পক্ষই কিছু বলেনি। তালাক নামায় তারা লিখতে বলেছে বিভিন্ন কারণ।