“পরিকল্পনায় নিখুঁত, নির্মাণে মজবুত”—এই স্লোগানকে ধারণ করে মুন্সিগঞ্জ জেলার পূর্ব দেওভোগ এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আধুনিক নির্মাণ সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নিখুঁত ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি’।
শনিবার (২৬ জুলাই) দুপুরে ফিতা কেটে এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ শহর বিএনপির আহবায়ক ও সাবেক সফল মেয়র এ কে এম ইরাদত মানু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আখতার হোসেন, শহর যুবদলের সভাপতি ও শহর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক, এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নাজির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ পলাশ মাহমুদ, শহর ছাত্রদলের আহ্বায়ক অ্যাডভোকেট রোমান হোসেন, মোঃ আব্দুর রশিদ মাদবর, মাহফুজ আহমেদ, তারিক মাহমুদ, মাজহারুল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ।
নবপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনায় রয়েছেন মোঃ সিরাজুল ইসলাম (শুভ), ইব্রাহিম বিন আখতার এবং তাহামিদুর রশিদ।
প্রতিষ্ঠানটি যেসব সেবা প্রদান করবে:
🏗️ আর্কিটেকচার ডিজাইন
🧱 স্ট্রাকচারাল ডিজাইন
🚰 প্লাম্বিং ডিজাইন
💡 ইলেকট্রিক্যাল ডিজাইন
🧑💼 সুপারভিশন
🔨 কনস্ট্রাকশন কন্ট্রাক্ট
🏗️ অল কাইন্ডস অফ পাইলিং
📡 ডিজিটাল সার্ভে
🧪 সয়েল টেস্ট (মডার্ন ল্যাব)
📑 প্ল্যান এপ্রুভাল (পৌরসভা, উপজেলা পরিষদ)
💧 সাবমার্সেবল ওয়াটার পাম্প ইন্সটলেশন ও এপ্রুভাল
প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, আধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ প্রকৌশলী এবং মানসম্মত নির্মাণ সামগ্রী দিয়ে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী নিখুঁত ও টেকসই নির্মাণ সেবা প্রদানের অঙ্গীকার তাঁদের।
নিখুঁত ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অতিথিরা বলেন, এই প্রতিষ্ঠান এলাকার উন্নয়ন, নগরায়ন এবং তরুণ উদ্যোক্তাদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।