পিরোজপুরের নেছারাবাদ উপজেলার অলংকারকাঠি এম,আর মাধ্যমিক বিদ্যালয়ে পরিছন্নতাকর্মী নিয়োগে ঘুষ বাণিজ্যের একটি অডিও ফাঁস হলে তদন্তে নেমেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা
অধিদপ্তর। ওই বিদ্যালয়ের অনিয়মের তদন্তে আসেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহেদ শাহান। এসময়, তিনি বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অভিযুক্ত এবং অভিযোগকারিদের ডেকে উভয়ের কথা শোনেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজুর রহমান এবং প্রধান শিক্ষক শংকর কুমার বড়ালের বিরুদ্ধে ওই অনিয়মের অভিযোগ।

 

ভুক্তভোগীদের অভিযোগ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজুর রহমান এবং প্রধান শিক্ষক শংকর কুমার বড়াল বিদ্যালয়ে আমাদের নিয়োগের কথা বলে মোটা অংকের টাকা নিয়েছেন। পরে নিয়োগ পরীক্ষায় অন্যদের কাছ থেকে আরো বেশি টাকা নিয়ে তাদের নিয়োগ দিয়েছেন।

পিরোজপুরের পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অনিয়মের অ ভি যো গ

 

 

 

নাটোরের বড়াইগ্রামে পবিত্র রমজান মাসে নিম্ন আয়ের মানুষের মাঝে কম মূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করছে এলাকার ‘মানবিক সেবা ফাউন্ডেশনথ নামের একটি সংগঠন। ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি মসুর ডাল, ১ কেজি পোলাওয়ের চাল, ১ কেজি সোয়াবিন তেল ও ১ কেজি ময়দার ৭৫০ টাকার এই প্যাকেজটি দেওয়া হচ্ছে নিম্ন আয়ের মানুষদের মাঝে মাত্র ৫শথ টাকায়। ৩১ মার্চ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে পুরো রমজান মাস ব্যাপী।

সোমবার (১০ এপ্রিল) সকাল ১০ টা থেকে এই খাদ্য সামগ্রী দেওয়া হয় উপজেলার গড়মাটি এলাকায়। উপজেলার বিভিন্ন স্থানে ট্রাকে করে এই সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। যে এলাকায় যেদিন দেওয়া হবে সেই এলাকায় মাইকিং করে চালানো হচ্ছে প্রচার। তবে কোন স্বচ্ছল মানুষকে এই সামগ্রী দেওয়া হচ্ছে না। খাদ্য সামগ্রীর ট্রাকের পেছনে নারী ও পুরুষের দুটি লাইন করে প্রত্যেককে ৫শথ টাকার বিনিময়ে একটি করে প্যাকেজ দেওয়া হচ্ছে। প্রতিদিন ১০০ থেকে ১৫০ টি প্যাকেজ সরবরাহ করা হচ্ছে। এসব সামগ্রী কম দামে পেয়ে লাইনে দাঁড়ানো মানুষগুলো বেশ খূশি। এলাকার সচেতন মহলের মানুষেরা জানান, বিভিন্ন সংগঠন থেকে এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে এই কম মূল্যে খাদ্য সামগ্রী বিতরণেনর উদ্যোগের প্রশংসা করেছেন। ভক্সপপঃ- (০১) থেকে (০৩) পর্যন্ত, নিম্ন আয়ের মানুষ ও এলাকার সচেতন মানুষ, গড়মাটি , বড়াইগ্রাম, নাটোর।

‘মানবিক সেবা ফাউন্ডেশনথ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জানান, আমেরিকা প্রবাসী সালাহ উদ্দিন খান ফজলু মিয়া ও মুজাহিদ চৌধুরী নামের তিন প্রতিষ্ঠিত প্রবাসীর ভতুর্কী সহযোগিতায় রমজান মাসে ‘প্রজেক্ট আইডিয়া লসথ নামে এই প্যাকেজটির মাধ্যমে এই রমজান মাসে নিম্ন আয়ের মানুষের মাঝে কম মূল্যে খাদ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। তিনি দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের প্রতি এই রমজান মাষে কম লাভে বা ভর্তুকি দিয়ে হলেও খাদ্য সামগ্রী নিয়ে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

পবিত্র রমজান উপলক্ষে বড়াইগ্রামে নিম্ন আয়ের মানুষের মাঝে কম মূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ

 

চট্টগ্রামে অবৈধভাবে পাহাড় কাটা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আইয়ুব মিয়াজি’কে পিটিয়ে দোতলা হতে নিক্ষেপ করে গুরুতর আহত করা প্রধান ২ আসামী র‌্যাব-৭,কতৃক গ্রেফতার।*

গত ০৪ এপ্রিল ২০২৩ ইং তারিখ বিকেল আনুমানিক ১৫০০ ঘটিকায় চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার স্থানীয় সাংবাদিক আইয়ুব মিয়াজি (৩৪) এর উপর কতিপয় দুস্কৃতিকারী হামলা চালিয়ে পিটিয়ে জখম করে দোতলা হতে নিক্ষেপ করে গুরুতর আহত করে। ভিকটিম আইয়ুব মিয়াজীর দোহাজারী পৌরসভা এলাকায় আর কে প্লাজার দোতলায় একটি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। গত মঙ্গলবার প্রকাশ্যে তার নিজ প্রতিষ্ঠানে দুবৃত্তরা এ হামলা চালায়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ভিকটিম এবং বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায় যে, অবৈধভাবে পাহাড় কাটা নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে আইয়ুব মিয়াজীর ওপর দুর্বৃত্তরা এ হামলা চালায়। পাহাড় কাটার বিষয়ে আইয়ুব মিয়াজী ধারাবাহিকভাবে বেশ কয়েকটি প্রতিবেদন করেছিলেন। ভিকটিমের ভাষ্যমতে এসব সংবাদ প্রকাশ হওয়ার পর স্থানীয় ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন ও মোহাম্মদ ফারুক তাঁকে হুমকি দেন। পরবর্তীতে দোহাজারীর স্টেশন রোডের আরকে প্লাাজায় অবস্থিত তার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে গত মঙ্গলবার বিকেল আনুমানিক ১৫০০ ঘটিকায় আলাউদ্দিন, ফারুকসহ ১০ থেকে ১২ জন ব্যক্তি প্রবেশ করেন। তাদের সঙ্গে একজন নারীও ছিলেন। হামলাকারীরা এসে অতর্কিতভাবে আইয়ুব মিয়াজী’কে লাঠিসোঠা, ধারালো দা, হকস্টিক দিয়ে মারধর করা শুরু করেন। একপর্যায়ে তাঁকে দোতলা থেকে ফেলে দিয়ে গুরুতর আহত করে। আইয়ুব মিয়াজী বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানায় ২জন নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন যার মামলা নং ২/৬০ তারিখ ০৫ এপ্রিল ২০২৩ই ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/ ৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড ১৮৬০।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বর্ণিত হামলার সাথে জড়িত প্রধান দুই আসামী আলাউদ্দিন এবং ফারুক আইনশৃংখলার বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে ঢাকা মহানগরীর কমলাপুর এর সর্দারপাড়া কলোনীর একটি ব্যাচেলর মেসে আত্মগোপন করে রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল অদ্য ১০ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখে সকালে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আলাউদ্দিন (৩৫), পিতা-আব্দুল মোনাফ, সাং দোহাজারী, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম এবং ২। মোঃ ফারুক (২৬), পিতা-আবদুল ছবুর, সাং-পূর্ব দোহাজারী, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আ-হ-ত করা প্রধান ২ আসামী গ্রে-ফ-তা-র করেছে র‌্যাব-৭

মুন্সীগঞ্জ‌ টঙ্গীবাড়ী উপ‌জেলার পূর্ব কাঠা‌দিয়া হাজীবাড়ী জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শ‌নিবার বাদ মাগ‌রিব এই অনুষ্ঠানের আয়োজন করেন মসজিদের সভাপতি সৌ‌দি আরব প্রবাসী হা‌জী আব্দুর রব (৬৫) । মৃত্যুবরণকারী মুরব্বিদের রূহের মাগফিরাতের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন পূর্ব কাঠা‌দিয়া হাজীবাড়ী জা‌মে মস‌জি‌দের পেশ ইমাম হা‌ফেজ মাওলানা ম‌হিউদ্দিন ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পূর্ব কাঠা‌দিয়া জা‌মে মস‌জি‌দের সহ -সভা‌প‌তি মোঃআতাউর রহমান । উক্ত ইফতার মাহ‌ফি‌লে উপস্থিত ছি‌লেন ,টঙ্গীবাড়ী উপ‌জেলা আওয়ামী লী‌গে‌র সাধারন সম্পাদক আহসান ক‌রির হালদার,কে,শিমু‌লিয়া ইউপি সদস্য মোঃখা‌লেক মেম্বার ,মোঃআ‌নোয়ার মেম্বার ,মোঃ‌শা‌হিন মেম্বার , মোঃএকাব্বর মাদবর,বিপু মাদবর ,জুলহাস মুন্সী,রা‌জিব মাদবর ,শিপলু মামবর সহ কে,শিমু‌লিয়া ইউ‌নিয়‌নের ওয়ার্ড আওয়ামী লী‌গের সভা‌পতি ,সাধারন সম্পাদক সহ এলাকার প্রায় ৩০০জন রোজাদার মসুল্লী গন উক্ত ইফতার মাহ‌ফি‌লে উপস্থিত ছি‌লেন ।

Facebook Link: https://www.facebook.com/www.pib71.tv/videos/604917834583560/

Youtube Link : https://youtu.be/YzejSVSMCUo

টঙ্গীবাড়ীতে পূর্ব কাঠ‌া‌দিয়া হাজীবাড়ী জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচিতে দ্রব্যমূল্য সহ জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপি’র অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে বেলকুচি উপজেলার তামাই এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক ও সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালী-এনায়েতপুর আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বেলকুচি উপজেলা শাখা ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিকেল সারে তিনটার দিকে পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে অবস্থান কর্মসূচি শুরু হয়।

বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম গোলামের সভাপতিত্বে ও সদস্য সচিব বনী আমিনের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানা বিএনপির সদস্য কেরামত আলী তালুকদার, পৌর বিএনপির আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, বিএনপি নেতা হাজী আকছেদ।

এছাড়াও উপজেলা বিএনপির সদস্য শাহেন হাফেজ, সেলিম রেজা লিটন, ইমতিয়াজ উদ্দিন, বেলকুচি পৌর বিএনপি নেতা মামুন হোসেন বরাদ, জাহিদুল হক মুক্তা, যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব কমিশনার আলম প্রামাণিক, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা নুরে আলম, সোহেল আহমেদ, রাজিব আহসান, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আফিকুর রহমান, সদস্য সচিব রিজন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচি শেষে দেশের মানুষের কল্যান, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

Facebook Link: https://www.facebook.com/www.pib71.tv/videos/2004427103240962/

Youtube Link : https://youtu.be/wSNo2sqTfwQ

সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত

জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকের নিকট থেকে আলু ক্রয় করে সেই টাকা পরিশোধ না করে তালবাহনা করছেন কৃষকলীগের এক নেতার বিরুদ্ধে অভিযোগ। বাধ্য হয়ে ভুক্তভোগী কৃষকের পক্ষে নরেশ চন্দ্র নামের এক কৃষক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার পৌর সভাধীন রাধাবাড়ি এলাকার ১৮ জন কৃষক চলতি মৌসুমে তাদের উৎপাদিত আলু দলবদ্ধ ভাবে জনৈক জাহিদুল ইসলামের মাধ্যমে গত ১২ মার্চ উপজেলার গোড়না বাজারের মিম্মা ট্রেডাসের স্বত্তাধিকারী ইকবাল কবির মিল্টনের নিকট ৫৫০ বস্তা আলু বিক্রয় করেন।

সেদিন ব্যাংক বন্ধের অজুহাতে টাকা না দিয়ে পরের দিন ১৩মার্চ আরো আলু নিয়ে সম্পূণ টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি দেন। পরের ঐ কৃষকদের নিকট থেকে আরো ৫৫০ বস্তা আলু ক্রয় করে। মোট ১১শ বস্তা আলুর মধ্যে মাত্র ৫ লক্ষ ৮৩ হাজার টাকা পরিশোধ করে অবশিষ্ট ৬ লক্ষ ৬৩ হাজার টাকা পরিশোধ না করে তালবাহনা শুরু করেন এবং টাকা চাইতে গেলে বিভিন্ন অশ্লীন ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি প্রদান করেন।

কৃষক নরেশ চন্দ্র বর্মন সহ একাধিক কৃষক অভিযোগ করে বলেন,আমার জিম্মায় ১৮জন কৃষকের ১১শ বস্তা আলু মিল্টনের নিকট বিক্রয় করি। সেই আলুর অবশিষ্ট টাকা চাইতে গেলে তিনি আমাদের বিভিন্ন প্রকার হুমকি ধামকি ও প্রাণ নাশের হুমকি দেন।

এবিষয়ে মিম্মা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলু ব্যবসায়ী মিল্টনের নিকট জানতে চাইলে প্রথমে তিনি এবিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানালেও পরে বলেন, যারা আমার কাছে টাকা পাবে তারা আসবে। থানা পুলিশ আমাকে কি করবে। এক সময় তিনি রেগে গিয়ে সাংবাদিকদের সামনে অশ্লীল ভাষায় কৃষকদের গালিগালাজ ও তাদের মেরে ফেলারও হুমকি দেন।

স্থানীয় কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু বলেন,আমার এলাকার কৃষকরা সরল বিশ্বাসে তার নিকট আলু বিক্রয় করে। অথচ তিনি তাদের টাকা না দিয়ে দিয়ে তালবাহনা করছেন। তিনি আরো বলেন, ১৮ জন কৃষক তাদের আলু বিক্রির টাকা দিয়ে ইরি- বোরো জমিতে সার কীটনাশক দেওয়ার কথা থাকলে সেটি আর দিতে পারছেনা। পাশাপাশি সামনে ঈদুল ফিতরের আনন্দও নিরানন্দ হয়ে গেছে। কৃষকদের টাকা উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অনুরোধ জানিয়েছেন।

Facebook Link: https://www.facebook.com/www.pib71.tv/videos/675536887673778/

Youtube Link : https://www.youtube.com/watch?v=TTQErKp0yGg

জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকের আলু নিয়ে টাকা পরিশোধ না করে তালবাহনা কৃষকলীগ নেতার

 

 

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে, বুধবার দুপুরে (৫ এপ্রিল) উপজেলা হলরুমে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে জনশুমারী ও গৃহ গণনার ব্যবহৃত ট্যাব বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, কাউখালী উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা পলাশ কুমার রায়। উপজেলার ১৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর  ৯০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ট্যাব দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মেধাবী ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কাউখালীতে মাধ্যমিক স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

 

রাজধানীর গুলিস্তান এলাকায় বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট

 

 

বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

 

পিরোজপুর প্রতিনিধি:অন্ত ভক্তিমূলক সংগঠন গড়ি, নতুন সমাজ বিনিমান করি, এই স্লোগান কে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে উপজেলা সড়কে মহিলা পরিষদের নিজস্ব কার্যালয় সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয়।
পরে মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার দেবনাথ, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাহিদা হক, তথ্য সেবা সহকারি সাবিনা ইয়াসমিন। আরো বক্তব্য রাখেন, মহিলা পরিষদের নেত্রী জাহানুর বেগম, সঙ্গীতা সমাদ্দার, কুমকুম ভট্টাচার্য, মাহফুজা খাতুন, ফরিদা ইয়াসমিন, ছায়া সমাদ্দার প্রমুখ।

কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!