ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির শকুন উদ্ধার

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থেকে একটি বিরল প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার(০৭ এপ্রিল) রাতে ভূল্লী বাজার থেকে ওই শকুনটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম।

জানা যায়,রাতে ভুল্লী বাজারের একটি বটগাছে পাখিটি দেখতে পায় স্থানীয়রা। এসময় পাখিটি অসুস্থ হয়ে নিচে পড়ে গেলে স্থানীয়রা পাখিটি ধরে থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে শকুনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন,ধারণা করা হচ্ছে শকুনটি পার্শ্ববর্তী সীমান্ত পার হয়ে অভুক্ত ও ক্লান্ত অবস্থায় ভুল্লী বটগাছের উপরে এসে বসে পড়ে। পরে সেখান থেকে নিচে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে বন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেই সাথে তাদের মাধ্যমে শকুনটিকে প্রাথমিক চিকিৎসা ও খাদ্য দেয়া হয়েছে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!