-
- রংপুর, সদ্যপ্রাপ্ত সংবাদ, সারাদেশ
- কুড়িগ্রামে রোভারদের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত
- আপডেটের সময় : মার্চ, ৩, ২০২৩, ১০:৫০ অপরাহ্ণ
- 199 বার ভিউ
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
গ্রাম বাংলার আবহমান ঐতিহ্য ও দেশি সংস্কৃতির সঙ্গে তরুণ প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট (কে.পি.আই)রোভার গ্রুপের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২ মার্চ) বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে সকাল১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী প্রথম বারের মতো এই উৎসবের আয়োজন করা হয়।
উৎসবের উদ্বোধন করেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড.মোঃ নুরে আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম যাদু ঘরের প্রতিষ্ঠাতাআব্রাহাম লিংকন, কুড়িগ্রাম জেলা রোভারের কমিশনার আব্দুল ওয়াদুদ, কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী।পিঠা উৎসবে নানা স্বাদের ও বাহারি নকশার পিঠাপুলির পসরা সাজিয়ে বসেন শিক্ষার্থীরা।
কাউনের পায়েস,নারকেল পুলি,গরগরি,পাটি সাপ্টা,নকশি পিঠা,গোলাপ পিঠা,হৃদয়হরণ পিঠা,তেল পিঠা,দুধ পুলি,ঝিনুক পিঠা, নাডু, জামাই পিঠা,সিম ফুল পিঠা,পায়েস উৎসবে প্রদর্শন করা হয়।
পিঠা উৎসবের আয়োজক কমিটির আহ্বায়ক, রোভার নেতা পরিতোষ কুমার মন্ডল বলেন, মুখরোচক এসব পিঠার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন করা হয়েছে। আমাদের এই পিঠা উৎসবে কলেজ শিক্ষার্থীরা ছাড়াও দূর-দূরান্ত থেকে পিঠা প্রেমীরাও আসছেন।পিঠা উৎসবের সার্বিক সহযোগিতায় ছিলেন কলেজ রোভার গ্রুপের সকল রোভার ও গার্ল-ইন-রোভার।
Please follow and like us:
এই বিভাগের আরো খবর