-
- রাজশাহী, সদ্যপ্রাপ্ত সংবাদ, সারাদেশ
- শীর্তাত মানুষের মাঝে উষ্ণতার পরশ বুলিয়ে দিলেন” ময়না চেয়ারম্যান
- আপডেটের সময় : জানুয়ারি, ২০, ২০২৩, ৯:৩০ অপরাহ্ণ
- 261 বার ভিউ
এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
জ্বলবায়ু উষ্ণতার প্রভাবে দেশের উত্তর অঞ্চলে অসহনীয় শীতে কাতর যখন রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আকচা গ্রামের শীর্তাত অসহায় দুস্থ দরিদ্র নারী পুরুষ, তখন তাদের মাঝে শিতবস্ত্র বিতরণ করেন, উপজেলার আপমোর জনতার প্রাণপ্রিয় যুবলীগ নেতা ও তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না।
এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী লীগের কার্যনিবার্হী সদস্য আলহাজ্ব সাইদুর রহমান সাঈদ।আরও উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
এসময় ময়না চেয়ারম্যান বলেন; প্রিয় আকচা গ্রামবাসি আপনার জানেন, রাজশাহী-৫২’ তানোর – গোদাগাড়ী-১’ জাতীয় সংসদ সদস্য উপজেলা দুটির উন্নয়নের রুপকার, তানোর এর কৃতী সন্তান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বিগত প্রয় ১৫টি বছর ধরে এই জনপদের গরিব দুখি কৃষক শ্রমিক মেহনতী মানুষসহ সর্বস্তরের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য দিন-রজনী পরিশ্রম করে চলেছেন। তাঁর অক্লান্ত পরিশ্রমে আজ তানোর-গোদাগাড়ী উপজেলার শিক্ষা, সংস্কৃতি, ব্যবসায়, রাস্তা ঘাটসহ বিভিন্ন উন্নয় অগ্রযাত্রা অব্যহত রয়েছে।
সমাজের ছিন্নমূল জনগোষ্ঠীর মানুষের কল্যানে স্থানীয় ইউনিয়ন পরিষদ এর মাধ্যমে অসহায় গরিব দুখি মানুষের মাঝে, বয়স্কভাতা, বিধবা ভাতা, মাত্রিকালিন ভাতা, শিক্ষায় উপবৃত্তি প্রদান, গৃহহীনদের গৃহ নির্মাণ করে দিয়ে পুনর্বাসন করা হচ্ছে।
এছাড়াও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, ভিজিডি কার্ডের মাধ্যমে মাসে ৩০ কেজি করে চাউল প্রদান, ফেয়ার প্রাইজ কার্ডে ১০ টাকা কেজি চাউল প্রদান ও টিসিবি প্রকল্পের মাধ্যমে স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। এই উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে আগামী ২০২৪- সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তানোর-গোদাগাড়ী উপজেলার সর্বস্তরের জনগের ভাগ্য উন্নয়নের রুপকার জননেতা আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে ৪র্থ বারের মত নৌকা প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে।আমি ময়না চেয়ারম্যান কথা দিচ্ছি তানোর এর একটি পরিবারও দুস্থ দরিদ্র থাকবেন না। প্রতিটি ঘর থেকে শিক্ষিত ছেলে মেয়েদের কর্মসংস্থান করে দিব- ইনশাল্লাহ।
Please follow and like us:
এই বিভাগের আরো খবর