মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার পূর্ব কাঠাদিয়া হাজীবাড়ী জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ মাগরিব এই অনুষ্ঠানের আয়োজন করেন মসজিদের সভাপতি সৌদি আরব প্রবাসী হাজী আব্দুর রব (৬৫) । মৃত্যুবরণকারী মুরব্বিদের রূহের মাগফিরাতের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন পূর্ব কাঠাদিয়া হাজীবাড়ী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পূর্ব কাঠাদিয়া জামে মসজিদের সহ -সভাপতি মোঃআতাউর রহমান । উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ,টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আহসান করির হালদার,কে,শিমুলিয়া ইউপি সদস্য মোঃখালেক মেম্বার ,মোঃআনোয়ার মেম্বার ,মোঃশাহিন মেম্বার , মোঃএকাব্বর মাদবর,বিপু মাদবর ,জুলহাস মুন্সী,রাজিব মাদবর ,শিপলু মামবর সহ কে,শিমুলিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ,সাধারন সম্পাদক সহ এলাকার প্রায় ৩০০জন রোজাদার মসুল্লী গন উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ।
Facebook Link: https://www.facebook.com/www.pib71.tv/videos/604917834583560/
Youtube Link : https://youtu.be/YzejSVSMCUo