ফেনিতে বিপন্ন প্রজাতির ১০৮টি সুন্দি কাছিম উদ্ধার ও অবমুক্ত

 

ফেনী প্রতিনিধি

ফেনীতে বিপন্ন প্রজাতির সুন্দি কাছিম পাচার সংক্রান্তে গোপন তথ্যের ভিত্তিতে ২০ তারিখ শুক্রবার রাত ১১:৩০ ঘটিকার সময় থোয়াইঅংপ্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল নেতৃত্বে দৌস মোহাম্মদ, ইন্সপেক্টর, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ একটি বিশেষ অভিযানিক টিম ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক মোড় (গ্যাস কোম্পানী মোড়) এলাকায় অভিযান পরিচালনা করে ০৩টি ক্যারেটে মোট ১০৮টি সুন্দি কাছিম যাহার ওজন অনুমান ৮০ কেজি উদ্ধার সহ একজন আসামিকে গ্রেফতার করা হয়।

 

 

থানা সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া আসামি লক্ষ্মীপুর জেলা, কমলনগর থানার, চরজাঙ্গালিয়া গ্রামের দুর্লভ মেম্বার বাড়ীর উপানন্দ চন্দ্র দাস এর ছেলে কনক চন্দ্র দাস(৫৫) কে গ্রেফতার করা হয়েছে।

 

আজ দুপুর ১২ ঘটিকার সময় উদ্ধার হওয়া কাছিমগুলো অবমুক্ত করাহয়।গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-২ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত হওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয় বলে প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!