আবাসিক গ্রাহকদের অপচয় রোধ এবং প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ করতে ঢাকা মহানগরে তিন লাখ ২০ হাজার প্রিপেইড গ্যাস মিটার স্থাপন করেছে তিতাস।
সেই প্রকল্প সাত বছরের হলেও শেষ হয় এক বছর আগেই। প্রকল্পের সফলতায় এখন ঢাকা মহানগরে আরও এক লাখ প্রিপেইড গ্যাস মিটার বসানোর কাজ করছে তিতাস কোম্পানি।
এদিকে, জাপান সরকারের ৩৫তম অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স (ওডিএ) এর ঋণে ন্যাচারাল গ্যাস এফিসিয়েন্সি প্রজেক্টের অধীনে জাইকা ওই তিন লাখ ২০ হাজার মিটার দেয় বাংলাদেশকে। প্রকল্পে ব্যয় ধরা হয় ৭৫৩ দশমিক ৮৪ কোটি টাকা, যা দুই ধাপে বাস্তবায়ন করে তিতাস।
তবে এবার আরও এক লাখ প্রিপেইড মিটার স্থাপনে তিতাসকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সুপারিশ মোতাবেক প্রথম পর্যায়ে ৫০ হাজার মিটার স্থাপন করা হবে। পর্যায়ক্রমে তা এক লাখে উন্নীত করা হবে।
তবে এই প্রকল্পের অনেক কর্মকর্তা বদলি এবং অবসরে চলে যাওয়ায় প্রকল্প কতটুকু সফল হবে বা সঠিক সময়ে শেষ হবে তা নিয়ে সন্দেহ আছে সংশ্লিষ্টদের।