আনোয়ারায় চাতরী বাজারে অবৈধ উচ্ছেদ, অর্থদন্ড

আনোয়ারায় যানজট নিরসনের চাতরী চৌমুহনী বাজারের ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ, ১দোকানকে অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ( ৭ এপ্রিল) উপজেলার চাতরী চৌমুহনী মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নের্তৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।

চাতরী চৌমুহনী বাজারের ভ্রাম্যমাণ আদালতে অভিযানে পরিচালনা করে ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে মালামাল জব্দ করা হয়।এসময় ১ টি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে ভূমি কমিশনার তানভীর হাসান চৌধুরী বলেন, একই এলাকায় অনেকবার অভিযান পরিচালনা করেছি। কিন্তু সকালে উচ্ছেদ করলে বিকালে তারা আবারো ভাসমান দোকান বসায়। তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা ছাড়া মানবিকতা দেখানোর কোন সুযোগ নেই।

তিনি আরো বলেন, ফুটপাতে কোন দোকান বসিয়ে যদি ইজারাদার কমিটি কোন হাসিল তুলে তাহলে ইজাদারকে জেল জরিমানা করা হবে। পরে ট্রাফিক ইনচার্জকে ডেকে কোন ধরণের যানজট যাতে সৃষ্টি না হয় সেজন্য সার্বক্ষণিক গুরুত্ব সহকারে ট্রাফিক টিমকে দায়িত্ব পালন করার নির্দেশ দেন।

প্রশাসনের এমন উদ্যোগে যানজট মুক্ত হওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানান পথচারী ও যাত্রীরা। চাতরী চৌমুহনীতে অভিযান পরিচালনার সময় শতশত যাত্রী ও পথচারীরা চাতরী চৌমুহনীকে যানজট মুক্ত রাখতে প্রশাসনের এই রকম অভিযান অব্যাহত রাখার দাবী জানান।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!