পাহাড় কাটার দায়ে চট্টগ্রামে চারজনের বিরুদ্ধে নগরীর দুই থানায় পৃথক দুটি মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।সোম ও মঙ্গলবার (২ ও ৩ জানুয়ারি) বায়েজিদ এবং পাঁচলাইশ থানায় মামলা দুটি দায়ের করা হয়।
বায়েজিদ থানায় দায়ের করা মামলার আসামিরা হলো— বায়েজিদ বোস্তামী থানার মাঝেরঘোনা ইসলামপুর এলাকার মৃত হাসান মিয়ার ছেলে মো. জুয়েল রানা ও তার স্ত্রী আকলিমা আক্তার আঁখি।
অন্যদিকে, পাঁচলাইশ থানায় দায়ের করা মামলার আসামিরা হলো— বায়েজিদের কুঞ্জছায়া আবাসিক এলাকার মোহাম্মদ ছিদ্দিকের দুই ছেলে মোহাম্মদ মিজান (৫২) ও মুহাম্মদ মুজিবুর রহমান (৪২)।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে— বায়েজিদের মাঝেরঘোনা এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
পরে পাহাড় কাটার সঙ্গে জড়িত স্বামী-স্ত্রীকে শুনানিতে ডাকা হয়। শুনানি শেষে দুই আসামির বিরুদ্ধে সোমবার বায়েজিদ থানায় মামলা দায়ের করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন।
অন্যদিকে, পাঁচলাইশ থানার ২নম্বর জালালাবাদ মক্কা ওয়াশিংয়ের পাশে পাহাড় কাটার সত্যতা পেয়ে দুই অভিযুক্তকে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানিতে ডাকা হয়।
শুনানি থেকে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দেন কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস। পরে পরিদর্শক মনির হোসেন বাদী হয়ে মঙ্গলবার পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন।