শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মোখা’ সাগর থেকে এগিয়ে আসায় মহাবিপদ সংকেতের আওতায় আনা হয়েছে চট্টগ্রাম । ঘূনিঝড় মোখার প্রভাবে বন্দরে সব ধরনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় মোখা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিএমপি
ঘূর্ণিঝড় মোখা থেকে নিরাপদে নেওয়ার জন্য শনিবার সকাল থেকে নগরীর হালিশহর উপকূলীয় এলাকায় নানা রকম পদক্ষেপ নিয়েছে হালিশহর থানার অফিসার ইনর্চাজ জহির উদ্দিন,
শনিবার সকাল থেকে নগরের হালিশহের জেলেপাড়া সহ হালিশহর থানা দিন উপকূলীয় এলাকা গুলোতে হালিশহর থানার অফিসার ইনচার্জ জহির উদ্দিন নিজে গিয়ে সাগর পাড়ের বসবাসরত মানুষগুলোকে নিরাপদে থাকার জন্য নানা রকম পরামর্শ দেন এবং তিনি নিজে মাইকিং করেন সকল কে সতর্ক থাকার আহবান জানান
সমুদ্রপাড়ের বসবাসরত মানুষদের জন্য ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় হালিশহর থানার অফিসার ইনচার্জ জহির উদ্দিন যে সকল পদক্ষেপ গ্রহণ করেছেন সেগুলো হলো
ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় হালিশহর থানা পুলিশের পক্ষ থেকে হালিশহর থানা এলাকার ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়ের পূর্ব ইতিহাস পর্যালোচনা করে বিভিন্ন সতর্কতা নিরাপত্তা মূলক প্রস্তুতি কর্মসূচি গ্রহণ করা হয়েছে:
১/ থানা এলাকার জলোচ্ছ্বাসের প্লাবন প্রবণ এলাকা এবং ঘূর্ণিঝড়ে ঝুঁকিপূর্ণ এলাকা সমূহে দুটি সাইক্লোন সেন্টারসহ মোট ছয়টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে:
ক) ফুল চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-তৃতীয় তলা বিশিষ্ট ভবন;
খ) আব্বাস পাড়া আবু সিদ্দিক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয়তলা বিশিষ্ট ভবন;
গ) চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন সেন্টার;
ঘ) আবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন সেন্টার;
উ) মহব্বত আলী উচ্চ বিদ্যালয় ষষ্ঠ তলা বিশিষ্ট ভবন এবং
চ) হালিশহর হাউসিং এস্টেট উচ্চ বিদ্যালয় ষষ্ঠ তলা বিশিষ্ট ভবন;
২/ হালিশহর থানা এলাকার উপকূলীয় অঞ্চলে মাইকিং ও বিট পুলিশিং এর মাধ্যমে জেলেও উপকূলবাসীকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরে আসা সহ ঘূর্ণিঝড় পূর্ববর্তী ও পরবর্তী সতর্কতামূলক করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হইতেছে।
৩/ শুকনা খাবার, মোমবাতি, দিয়াশলাই / লাইটার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় জরুরি ঔষধ ইত্যাদি যার যার সাধ্যমত সংগ্রহ করে রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হইতেছে।
৪/ গবাদি পশু, পোষ্য প্রাণী ইত্যাদি নিরাপদ হেফাজতে রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হইতেছে।
৫/ থানার অফিসার ফোর্সদের রোল কল গ্রহণের মাধ্যমে আসন্ন প্রাকৃতিক বিপর্যয় মোখা মোকাবেলায় প্রয়োজনীয় ব্যক্তিগত সর্তকতা ও দায় দায়িত্ব সম্পর্কে বিস্তারিত ব্রিফিং করা হয়েছে। সকল অফিসারও ফোর্সকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করে দুর্যোগ মোকাবেলায় দায়িত্বশীল ও পেশাদারীত্বের সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।