নড়াইলে ইটভাটা মালিকদের নিয়ে পরিবেশ অধিদপ্তর এর মতবিনিময় সভা 

 

নড়াইল প্রতিনিধি: নড়াইলে ইটভাটার মালিকদের নিয়ে আধুনিক উন্নত প্রযুক্তিতে ইট প্রস্তত করণের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পরিবেশ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে পরিবেশ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় আধুনিক উন্নত প্রযুক্তিতে ( ব্লক/হাইব্রিড- হফম্যান ঝিলন -টানেল ঝিলন ) ইট প্রস্তুত করণে ইট ভাটার মালিকদের কি কি সুবিধা আছে, সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। আধুনিক উন্নত প্রযুক্তির ইটভাটায় রুপান্তর করা, অবৈধ ইটভাটা বন্ধ করাসহ জ্বালানি কাঠ ব্যাবহার না করার জন্যও সভায় বলা হয়। এছাড়াও ইট ভাটায় জ্বালানি কাঠ ব্যাবহার করলে সরকারি বিধান অনুযায়ি কি সাজাঁ/জরিমানা হতে পারে সে বিষয়েও মালিকদের ধারনা প্রদান করা হয়।

 

আধুনিক উন্নত প্রযুক্তিতে ( ব্লক/হাইব্রিড- হফম্যান ঝিলন -টানেল ঝিলন ) ইট প্রস্তুত করলে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের বেস্ট প্রজেক্টের মাধ্যমে সল্প সুদে ঋণ নেওয়ার ব্যবস্থা রয়েছে বলেও সভায় জানানো হয়। পরিবেশ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কামাল মেহেদি এর সভাপতিত্বে জেলার বিভিন্ন অবৈধ ইট ভাটার মালিকাগনসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!