জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, জনপ্রতিনিধিরা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তারা যদি কোরবানির এই ত্যাগের আদর্শকে নিজেদের জীবনে ধারণ করেন, তাহলে সমাজে ইনসাফ, দয়া ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে। সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার অনুপ্রেরণায় ঈদুল আযহার মূল শিক্ষা । পশু কোরবানির সাথে নিজেদের নৈতিকতা থেকে পশুত্ব বিসর্জন দিতে হবে। নিজেকে আল্লাহর পথে আত্মোৎসর্গের মানসিকতা গড়ে তুলতে হবে। জনগণের জন্য ত্যাগ শিকার করা আমাদের নৈতিক দায়িত্ব।
বুধবার (৪ জুন) লোহাগাড়া উপজেলা জামায়াতের উদ্যোগে পবিত্র ঈদুল আযহাকে উপলক্ষে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি আরও বলেন, কোরবানির সময় দরিদ্র জনগণের পাশে দাঁড়ানো, গরিবদের মাঝে গোশত পৌঁছে দেওয়া, পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখা এবং সকলের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও একজন জনপ্রতিনিধির দায়িত্ব।