শহিদুল ইসলাম, চট্টগ্রাম
বন্দরনগরী চট্টগ্রামের হালিশহর এলাকার বড়পুল বঙ্গবন্ধু ভাস্কর্যের বিপরীতে আলম প্লাজার চতুর্থ তলায় এ্যাপোলো ডেন্টাল কেয়ার খুলে এনায়েত হোসেন (হেলাল) নামে এক ভুয়া ডাক্তার প্রতারণা করে আসছে প্রায় অর্ধ যুগ ধরে। দাঁতের ডাক্তার সেজে চিকিৎসার নামে অপচিকিৎসা করে কামিয়েছেন লক্ষ লক্ষ টাকা। এতে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে প্রতারনা ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নগরীর সাধারণ মানুষ।
কোন ধরনের ডেন্টাল সাটিফিকেট, টেকনোলজিষ্ট কোর্স না থাকলেও সাধারণ মানুষের কাছে তিনি দাতেঁর ডাক্তার এনায়েত হোসেন (হেলাল) নামেই পরিচিত। তার পোষাক বেশভূষা দেখলে সাধারন মানুষ এমনিতেই তাকে বিশ্বাস করবেন ডাক্তার হিসেবে। তবে তার নেই কোন লাইন্সেস, চিকিৎসা দেওয়ার অুমতিপত্র বা একাডেমিক সার্টিফিকেট অথবা টেকনোলজিষ্ট কোর্স । চিকিৎসা সম্পর্কে কোন সার্টিফিকেট বা অনুমতি আছে কি না এ বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান চট্টগ্রাম থেকে চার বছরের কোর্স করে এসে চেম্বার খুলে চিকিৎসা দিয়ে আসছেন।
ভুয়া দাঁতের ডাক্তার এনায়েত হোসেন (হেলাল)’র অপচিকিৎসায় ক্ষতিগ্রস্থ নাম প্রকাশে অনিচ্ছুক হালিশহর এলাকার এক ভুক্তভোগী জানান, দাঁতের চিকিৎসার জন্য এ্যাপোলো ডেন্টাল কেয়ারের ডা. এনায়েত হোসেন হেলালের কাছে চিকিৎসা নেওয়ার পর সমস্যা আরো বেড়ে যায়। এখন তিনি কানেই শোনেন না বলে এই প্রতিবেদক কে জানান। আর এই প্রতারনা চালিয়ে যাচ্ছেন হালিশহর এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে ম্যানেজ করে।
এই বিষয়ে ঘটনাস্থলে এসে অনলাইন আইপিটিভি শাপলা টিভির চেয়ারম্যান ওসমান গণি এসে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। তিনি বলেন হেলাল আমার বাতিজা। ওকে নিয়ে কোনো নিউজ করবেন না।
এ বিষয়ে চট্টগ্রাম সিভিল সার্জন ইলিয়াস চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি আমাদের প্রতিবেদককে বলেন, বিডিএস পাশ করা ডাক্তার ছাড়া ডেন্টালের অন্য কোন ডিগ্রিধারী ব্যক্তি অবশ করার জন্য ইনজেকশন পুশ করতে পারেন না। যদি করে থাকেন তাহলে আমরা তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।