ইউরো আয়োজন করতে চায় ইতালি

২০২৮ অথবা ২০৩২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে ইতালি। আর এ কারণেই ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) বুধবার (২৬ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপ অথবা ২০৩০ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করেছি ইতালি। কিন্তু এর থেকে সড়ে এসে শুধুমাত্র ইউরোর আসর আয়োজনের পক্ষেই সকলে একমত হয়েছে। আর এই সুযোগে দেশটির স্টেডিয়ামগুলোর সংষ্কার কাজও সম্পন্ন হবে বলে তারা আশাবাদী। এ সম্পর্কে এফআইজিসির সভাপতি গাব্রিয়েল গ্রাভিনা এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘মার্চে উয়েফার কার্যনির্বাহী কমিটির সভায় ২০২৮ ইউরোর প্রার্থীতা নিয়ে আমরা প্রস্তাব দিব। এখানে ২০৩২ আসরেরও দরজা খোলা থাকবে। আমরা দুটি আয়োজনের মধ্যে যেকোন একটির জন্য বিড করব। আমি বিষয়টি নিয়ে সত্যিকার অর্থেই সিরিয়াস। কারণ অবকাঠামোগুলোর সংষ্কার জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে ফ্লোরেন্স, কালিয়ারি, বোলোনিয়া ও বারির স্টেডিয়ামগুলোকে খুব দ্রুতই সংষ্কারের আওতায় আনতে হবে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!