পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর একটি চেকপোস্টে চালানো এক সন্ত্রাসী হামলায় ১০ সৈন্য নিহতের খবর জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। খবর দ্য ডনের।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তান আইএসপিআর জানায়, মঙ্গলবার দিবাগত রাতে বেলুচিস্তানের কিচ শহরের এক চেকপোস্টে এ হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় দুপক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এসময় এক সন্ত্রাসী নিহত ও আরও কয়েকজন সন্ত্রাসী আহত হলেও সন্ত্রাসীদের পাল্টা গুলিতে নিহত হন ১০ সেনা সদস্য।
আইএসপিআরের ওই বিবৃতিতে আরও বলা হয়, যেকোনো মূল্যে পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ সশস্ত্র বাহিনী।