স্কুল-কলেজের ছুটি বাড়ছে আরও ২ সপ্তাহ (ভিডিও)

করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে দেশের স্কুল-কলেজের ছুটি আরও দুই সপ্তাহ বাড়ানো হচ্ছে। আজ বুধবার (২ ফেব্রুয়ারি) এক ভিডিওবার্তায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন।

ভিডিওবার্তায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার সিদ্ধান্ত নিয়েছে, এই বন্ধের সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানো হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আশা করি আমরা সবাই স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলব। তাতে দ্রুতই সংক্রমণ কমে আসবে। এর ফলে আমরা শিগগিরই শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে স্বাভাবিক পাঠদানে ফিরিয়ে নিতে পারব।

ছুটি বাড়ানোর বিষয়ে শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে একই তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। তিনি সারাবাংলাকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে— এটি নিশ্চিত। দুই সপ্তাহের জন্যই ছুটি বাড়বে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সেটি সবাইকে জানিয়ে দেওয়া হবে।

 

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!