ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের সকল স্কুল-কলেজে ছাত্রীদের হিজাব পরা নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনায় আগামী তিন দিন বন্ধ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসাভারাজ বোম্মাই।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় কর্ণাটকের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন মালালা ইউসুফজাই।
তিনি বলেছেন, ‘মেয়েদের হিজাব পরে স্কুলে যেতে অস্বীকৃতি জানানো খুবই ভয়ঙ্কর ঘটনা। নারী কম বা বেশি পোশাক পরলেও আপত্তি থাকে। ভারতীয় নেতাদের অবশ্যই মুসলিম নারীদের প্রান্তিককরণ বন্ধ করতে হবে।’